সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাবার দল হাতছা’ড়া, শিন্ডের কা’ছে হা’র’লেন উদ্ধব ঠাকরে

বাবার তৈরি দলকে ধরে রাখতে পারলেন না উদ্ভব ঠাকরে। দল এবার সত্যিই ভেঙে গেল এমনকি প্রতীকও হাতছাড়া হয়ে গেল ঠাকরে পরিবারের। মুখ্যমন্ত্রী তো আগেই হারিয়েছিলেন উদ্ভব ঠাকরে এবার শিবসেনা কেও হারিয়ে বসল ঠাকরে পরিবার। বিবাদ কিন্তু গত বছরের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়েছিল ।

আর তখনই নাকি মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাড়ি সরকার ভাঙতে ৩০ জন বিধায়ক নিয়ে অন্য রাজ্যে পাড়ি দেয় একনাথ শিন্ডে। স্বাভাবিকভাবে কংগ্রেস ও এনসিপির সাথেও জোট ভেঙে যায় শিবসেনার।

যার কারনেই মুখ্যমন্ত্রীত্ব হারায় উদ্ভব ঠাকরে। এদিকে একনাথ শিন্ডে গুজরাট আসাম ঘুরে গোয়া হয়ে মহারাষ্ট্র ফেরে। সবাই অনুমান করে নেয় বিজেপির সঙ্গে জোট করল তারা, আর সবাইকে অবাক করে বিজেপি একনাথ শিন্ডেকে বানিয়ে দেয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

আরো খবর: নি’ষি’দ্ধ ঘোষণা করা হলো খালিস্তান টাইগার ফোর্স ও জম্মু-কাশ্মীর গজনবীকে, বি’রা’ট পদক্ষেপ কেন্দ্রের

এই কাণ্ড হওয়ার পরেই উদ্ভব ঠাকরে দারস্ত হয় আদালতের। তবে শিন্ডে দাবি করে দলের বেশিরভাগ বিধায়করাই প্রায় যখন তার পক্ষে তাই আসল শিবসেনা তার গোষ্ঠী।

এদিকে শিন্ডে আবার দারস্ত হয় নির্বাচন কমিশনের কাছে শিবসেনা দখল নেওয়ার জন্য। এইসমস্ত আবহাওয়ার কারণেই নির্বাচন কমিশন শিবসেনার নাম ও প্রতীক বাজেয়াপ্ত করে।