সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নি’ষি’দ্ধ ঘোষণা করা হলো খালিস্তান টাইগার ফোর্স ও জম্মু-কাশ্মীর গজনবীকে, বি’রা’ট পদক্ষেপ কেন্দ্রের

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এবারে কড়া পদক্ষেপ গ্রহণ করা হলো, এই পরিকল্পনা সরকারের অনেক আগের থেকেই ছিল তবে এবার সেটাকে বাস্তবায়ন করা হলো।জম্মু ও কাশ্মীর গজনবি ফোর্স এবং খালিস্তান টাইগার ফোর্স নামক দুই জ’ঙ্গি সংগঠনকে গতকাল নিষিদ্ধ করা হল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।

এই দুই জ’ঙ্গি সংগঠনের সাথে সাথে হরবিন্দর সিং সাধু ওরফে রিন্ডানামে এক ব্যাক্তিকেও সন্ত্রাসবাদি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই ব্যক্তি অনেক ভারত বিরোধী কাজের সাথে যুক্ত রয়েছে অনেক আগের থেকে, তাছাড়া ২০২১ সালে পাঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরে একটি হামলা চালিয়েছিল বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জম্মু-কাশ্মীরে যে দুটি জ’ঙ্গি সংগঠন গড়ে তোলা হয়েছে তার মধ্যে গজনবি ফোর্স নাকি লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের জঙ্গী নিয়ে গঠন করা। ভারত সরকারের তরফ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে, তারা বিশেষ কয়েকটি কাজের সাথে যুক্ত ভারতে অনুপ্রবেশ এবং মাদক ও অস্ত্রের পাচারের সঙ্গে যুক্ত তারা।

আরো খবর: কবে খু’ল’বে কেদারনাথ মন্দিরের দরজা? শিবরাত্রির দিনই বি’রা’ট ঘোষণা

এর আগে বহুবার তারা উপত্যকায় হামলা চালিয়েছে বিশেষ করে সেনাবাহিনীর ওপর। তাদের নিশানায় রয়েছে নিরাপত্তা রক্ষীর বাহিনীরা। কারণ তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ভারতের যুব সমাজকে ভারত সরকারের বিরুদ্ধে উস্কিয়ে তুলছে বলে অভিযোগ।

এদিকে খালিস্তান টাইগার ফোর্সের শিকড় তো আবার পাঞ্জাবেই রয়েছে। বাব্বর খালসাকে যখন থেকে নিষিদ্ধ করা হয়েছিল ভারতে তারপর থেকেই তারা শাখা বিস্তার করেছে নতুন সংগঠন তৈরি করে। কিন্তু ভারত সরকারের তরফ থেকে তাদের বিরুদ্ধে এবার নেওয়া হলো কড়া পদক্ষেপ।