সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Diwali: এই সময়ের মধ্যে বিনিয়োগ করলেই হবে মো’টা রো’জ’গা’র, জানুন কি কারণ

প্রতিবছর দীপাবলীর সময় শেয়ার মার্কেট বন্ধ থাকে। কিন্তু আপনারা কি জানেন, দীপাবলীর সময় শেয়ার মার্কেটে ইনভেস্ট করা সব থেকে ভালো। দীপাবলীর দিন শেয়ার মার্কেট এক ঘন্টার জন্য খোলা হয় আর এই এক ঘন্টায় সর্বাধিক কেনাবেচা করা হয় শেয়ার মার্কেটে। দীপাবলীর দিন টাকা বিনিয়োগ করাকে ভীষণভাবে শুভ বলে মনে করা হয়। তাই অল্প বিনিয়োগ করে এই প্রথাকে আজো বাঁচিয়ে রেখেছে শেয়ার মার্কেট।

এই বছর দীপাবলি অনুষ্ঠিত হবে ৪ নভেম্বর। দীপাবলীর দিনে NSE ও BSE তে সন্ধ্যা ৬:১৫ থেকে ৭:১৫ অব্দি ট্রেন্ডিং হয়ে থাকে। এক্সচেঞ্জ এর ফলে দীপাবলিতে সন্ধে ৬ টা থেকে ৬:০৮ পর্যন্ত প্রিয়পেন ট্রেন্দিং সেশন হয়।এরপরে সন্ধে ৬.১৫ থেকে ৭.১৫ টায় ট্রেডিং হয় ৷ এই সময়ে মার্কেটের তথ্য অনুযায়ী এই সময়ে প্রত্যেক বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন ৷ গত বছরের পরিসংখ্যান যদি তুলে ধরা হয় সেক্ষেত্রে বলা যেতে পারে যে কিছুক্ষণের জন্য মার্কেট বেশ সুন্দর ভাবে উর্ধ্বমুখী হয়ে থাকে ৷