সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বে’শি বে’শি করে পোল্ট্রি ফা’র্ম করুন, এটাও শিল্প: বড়ো বা’র্তা দিলেন মুখ্যমন্ত্রী

বুধবার পানগড়ে একটি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যবাসীর উদ্দেশ্যে একাধিক ঘোষণা করেছেন তিনি। তার মধ্যে অন্যতম হলো রাজ্যের কর্মসংস্থান বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ডিম এবং পোল্ট্রি ফার্মের উপর জোর দিয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন রাজ্যবাসীকে বেশি করে পোল্ট্রি ফার্ম গড়ে তোলার পরামর্শ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী এদিন বলেছেন রাজ্যে ডিমের চাহিদা রয়েছে। কিন্তু প্রতিদিন এই রাজ্যে যে পরিমাণ ডিমের চাহিদা হয় তা পরিপূরণ করার মতো পরিকাঠামো নেই রাজ্যে। যার জন্য ভিন রাজ্যের উপর নির্ভর করে থাকতে হয় রাজ্য সরকারকে। রোজদিন ৩০ লক্ষ ডিম ভিন রাজ্য থেকে বাংলায় আসে। ঠিক এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পোল্ট্রি ফার্ম খোলার প্রতি জোর দিয়েছেন।

মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, হাঁস, মুরগির পোলট্রিও শিল্পের মধ্যে পড়ে। তাই এই চাষের উপর জোর দেওয়ার প্রয়োজন। একইসঙ্গে মাছ চাষের উপরেও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই চাষের জন্য সরকারের তরফ থেকে ভর্তুকি দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, প্রতিদিন ৩০ লক্ষ্য ডিম ভিন রাজ্য থেকে আমদানি করার থেকে এই রাজ্যেই যদি ডিমের চাহিদা পূরণ করা যায় তাহলে তা সব থেকে বেশি ভালো হবে।

রাজ্যের শিল্পপতিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, শুধু ইট, কাঠ, পাথর নিয়ে না ভেবে মাছ ডিম চাষের উপরেও জোর দেওয়া যেতে পারে। শহুরে শিল্পপতিদের শহরের উপর নির্ভর না করে একটু গ্রামের সাইডেও নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।