সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যমজ সন্তান কিন্তু জন্মসা’ল আ’লাদা আ’লাদা, হ’ত’বা’ক গো’টা পরিবার

আমরা সাধারণত যমজ বলতে যা বুঝি তা হলো একই রকমের দেখতে। শুধু দেখতে নয় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের স্বভাব, তাদের পছন্দ অপছন্দ সবই একই রকম হয়ে থাকে। এমনকি তাদের আনন্দ তাদের কষ্ট সবটাই আমি রকম হয়। আর সবচেয়ে বড় কথা যমজ সন্তানেরা একই দিনে হয়ে থাকে। কিন্তু আপনি যদি শোনেন এমন যমজ সন্তানও রয়েছে যাদের জন্মের সাল অব্দি আলাদা। আপনার অবশ্যই মনে হবে এও আবার হয় নাকি।

এ তো অবিশ্বাস্য। কিন্তু এমনটা সত্যিই হয়েছে বলেই জানা যাচ্ছে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটা মজার গল্প পোস্ট করেন টেক্সাসের এক দম্পতি। তারা তাদের জীবনের এক বিশেষ কাহিনী সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। সেখানে তাদের বলতে শোনা যায় সেই ব্যাক্তির স্ত্রী অর্থাৎ কালি জো স্কটের ডেলিভারির গল্প। এই জো স্কট এক নববর্ষের প্রাক্কালে হাসপাতালে যান৷

কারণ হাসপাতাল থেকে ঠিক ছিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাঁর সন্তান হবে কিন্তু তার শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় চিকিৎসকেরা তাড়াতাড়ি ডেলিভারির সিদ্ধান্ত নেন৷ যথারীতি এত তাড়াতাড়িই তার ডেলিভারী করানো হয়। তার প্রথম কন্যা, অ্যানি জো ৩১ ডিসেম্বর ১১.৫৫-এ জন্মগ্রহণ করেন, স্থানীয় সময় অনুযায়ী ৩১ ডিসেম্বর।

আরো খবর: কা’জ পেতে না কি তিনি বিছানা গ’র’ম করেছেন! অভিযোগের পা’ল্টা জ’বা’ব দিলেন অভিনেত্রী

আর তার দ্বিতীয় কন্যা এফি রোজ মধ্যরাতের ঠিক পরে জন্মগ্রহণ করেন, তার জন্ম তারিখ ১ জানুয়ারি অর্থাৎ পরের বছর পরে যায়। আর এই চমকপ্রদ এই ঘটনা নেটিজেনদের নজর কেড়েছে।

অনেকেই বলেছেন এও সম্ভব। এটা সত্যিই একটি মজার ঘটনা। আজকাল এই সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন মজার মজার সব ঘটনাই আমরা দেখতে বা শুনতে পাই। যা আমাদের আশ্চর্য হতে বাধ্য করে।