সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাশিয়া পরমানু হা’ম’লা চা’লা’তে পারে যে কোনো সময়, ইউক্রেনকে এবার স’ত’র্ক করলো জাপান

রুশ সেনার পরমাণু অস্ত্রের প্রয়োগ নিয়ে ইউক্রেনের সরকারকে সতর্ক করলেন জাপানের প্রধানমন্ত্রী। তার দাবি, Ukraine এর উপর পরমাণু হামলা করতে পারে Russia! এমনই ইঙ্গিত দিলেন Japan এর প্রধানমন্ত্রী Fumio Kishida।

ইউক্রেনের সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী Fumio Kishida বিষয়টি নিয়ে সতর্ক করেছেন জেলেনস্কির সরকারকে। তিনি জানিয়েছেন, প্রতিবেশী দেশের উপর রাশিয়ার পরমাণু হামলা করার ঝুঁকি বাড়ছে। পরমাণু অস্ত্রে শান দেওয়া দিয়ে মাঝেমধ্যেই সরব জন জাপানের প্রধানমন্ত্রী।

জানা গিয়েছে, তিনি রুশ সেনার পরমাণু অস্ত্রের প্রয়োগ নিয়ে ইউক্রেনের সরকারকে সতর্ক করেছেন।.এদিকে Doha Forum এ ইউক্রেনের প্রেসিডেন্ট Volodemyr Zelenskyy ও পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে মন্তব্য করেছেন।

আরো পড়ুন: গুজরাটে এমন রাস্তা তৈ’রি হ’লো যা আপনার সব ধ্যা’ন ধারণাকে এক নি’মি’ষে বদলে দে’বে

তিনি বলেছেন, পরমাণু অস্ত্রের ব্যবহার করা একেবারেই অনুচিত। এই ধরনের কোনও কাজ যদি রাশিয়া করে তাহলে সেটা অত্যন্ত অন্যায়। আমি জানি অন্যায়ের বীজ ভাইরাসের মতোই ছড়ায়। তাঁর সংযোজন, সকল দেশের কাছেই পরমাণু অস্ত্র রয়েছে।

নিজেদের রক্ষা করার জন্য ওই অস্ত্র রাখা উচিত। কিন্তু, রাশিয়া যেভাবে হুমকি দিচ্ছে, সেটা অন্যায়। এতে শুধু ইউক্রেনের উপর প্রভাব পড়বে তা নয়। বরং গোটা বিশ্বে এর প্রভাব পড়বে।

চলতি মাসেই Kremlin -এর আধিকারিকদের Nuclear Evacuation Drill শুরুর নির্দেশ দিলেন Vladimir Putin। পুতিনের এই নির্দেশে নড়েচড়ে বসেছে বিশ্ব। বিশেষত পশ্চিমী দেশগুলির কাছে এই বিষয়টি অত্যন্ত উদ্বেগের।