সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কবে খু’ল’বে কেদারনাথ মন্দিরের দরজা? শিবরাত্রির দিনই বি’রা’ট ঘোষণা

উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত কেদারনাথ মন্দির হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান।মহাকালের এই মন্দিরটি দেখতে লাখোপূর্নার্থী ভিড় জমান এই পবিত্র স্থানে।এটি ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় পর্বতশ্রেণীতে অবস্থিত,কেদারনাথ শহরে মন্দাকিনী নদীর তীরে স্থাপিত একটি মন্দির।

তীব্র তুষারপাতের কারণে মন্দিরটি কেবল এপ্রিল মাসের শেষ থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত খোলা থাকে। এবং শীতকালে মন্দিরের মূর্তিগুলিকে ছয় মাসের জন্য উখিমঠে নিয়ে গিয়ে পূজা করা হয়। সূত্র খবর,গত বছরের চারধাম যাত্রায় ৪৩ লাখ ভক্তের সমাগম হয় যেখানে কেদারনাথেই ১৫,৬১,৮৮২ ভক্তরা এসেছিল।

কেদারনাথ মন্দির কমিটির (Kedarnath Temple Committee) চেয়ারম্যান অজেন্দ্র অজয় আজ জানিয়েছেন যে এই বছরের ২৫ এপ্রিল সকাল সাড়ে ৬ টা থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ ধামের দরজা।ভোর ৪টের সময় ওঁঙ্কারেশ্বর মন্দিরে সারা হবে মহাঅভিষেক পুজো।

আরো খবর: Award অনুষ্ঠানে হঠাৎ করেই Heart A’t’t’a’c’k, প্র’য়া’ত হলেন জনপ্রিয় অভিনেতা

তিনি আরও জানিয়েছেন যে কেদারনাথের মন্দিরে সকাল সাড়ে ৮ টায় আয়োজিত হবে আরতি অনুষ্ঠান। তারপর সারাদিনই চলবে ভজন-কীর্তন সহ দেবতার আরাধনা।