সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পোস্ট অফিসের এই স্কীমে টা’কা ইনভেস্ট করলে কয়েক বছরেই দ্বিগুণ হ’বে টা’কা

বিনিয়োগকারীদের জন্য একটি ভাল বিকল্প হল পোস্ট অফিসের বিনিয়োগ স্কিম। এই স্কিমগুলিতে ঝুঁকি কম কিন্তু রিটার্ন অন্যান্য স্কিমের তুলনায় বেশি হয়ে থাকে। গ্রাহকরা সব রকমের স্কিম বিবেচনা করে একটি স্কিমে বিনিয়োগ করার মাধ্যমে দীর্ঘ মেয়াদি সুবিধা পেতে পারেন। পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের মধ্যে এই রকম একটি স্কিম কিষান বিকাশ পত্র। এই স্কিমে গ্রাহকের টাকা দ্বিগুন হয় ১২৪ মাস অথবা ১০ বছরে। গ্রাহকদেরকে ১ এপ্রিল ২০২০ থেকে চক্রবৃদ্ধি হারে বার্ষিক ৬.৯ শতাংশ সুদ দেওয়া হয়। কিষান বিকাশ পত্রে বিনিয়োগ করা টাকা ১০ বছরে দ্বিগুন হয়।

এই কিষান বিকাশ পত্রে বিনিয়োগ করার জন্য ন্যুনতম ১০০০ টাকা বিনিয়োগ করতে হয়। যদিও এই স্কিমে বিনিয়োগ করার কোনও উরদ্ধসীমা নেই। যে কোনও প্রাপ্ত বয়স্ক ব্যক্তি কিষান বিকাশ পত্র কিনতে পারেন।

এছাড়াও এই সুযোগ পান জয়েন্ট এ এবং জয়েন্ট বি অ্যাকাউন্টে একসঙ্গে তিনজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি। এরই সঙ্গে ১০ বছরের উর্দ্ধে কোনও অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হয়ে তার অভিভাবক কিষান বিকাশ পত্র কিনতে পারেন।

বিকাশ পত্র পাসবইয়ের আকারে কিষান দেওয়া হয়। যেকোনও ডিপারটমেন্টাল পোস্ট অফিস থেকে এটি কেনা যায়। কিষান বিকাশ পত্রে অপর কাউকে মনোনীত করার সুযোগ থাকে। এছাড়াও এক ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির কাছে এবং এক পোস্ট অফিস থেকে অন্য অফিসে স্থানান্তর করা যায় কিষান বিকাশ পত্র।