সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ময়দা-পেঁয়াজের দাম আপনার ধারণার বা’ই’রে! দাম ২২৮ শতাংশ বৃ’দ্ধি, দেশজু’ড়ে শুধুই হাহাকার

পাকিস্তানের দুর্দশার কথা নতুন করে বলার কিছুই নেই, সেই দেশের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে তলানিতে ঠেকেছে যার কারনেই দেশেরসাধারণ মানুষ এক প্রকার না খেয়েই দিন কাটাচ্ছে। এভাবে কতদিন চলা যেতে পারে? দেশের সরকার, দেশের নাগরিকদের কাছে তাদের জীবন বাচানোর জন্য সামান্য খাবার তুলে দিতে অক্ষম। দৈনিক মূল্যবৃদ্ধি।

পেট ভরে খাবার খাওয়া তো দূরের কথা, এক্মুঠো চাল, গম কিনতেই পাকিস্তানের মানুষের কালঘাম ছুটছে। জানা গিয়েছে চলতি অর্থবর্ষের পাকিস্তানের মূল্যবৃদ্ধির হার ৪৭%। মূল্যবৃদ্ধি যে দেশের ৪৭% সেই দেশের নাগরিকদের সাধারণ জীবন অতিবাহিত করার জন্য সাধারণ পণ্য কিনতেই কালঘাম ছুটছে।

অনেকে হয়ত তাও পাচ্ছে না। ইতিমধ্যেই পাকিস্তানের রাজকোষ ফাঁকা হতে চলেছে। বিশেষ করে বিদেশী মুদ্রার ভাড়ার শূন্য। আই এম এফের কাছ থেকে ১১০ কোটি ডলার আর্থিক সাহায্য চেয়েছে পাকিস্তান, একাধিক শর্ত পূরণ করার পরও আই এম এফের তরফ থেকে কোনো আশ্বাস দেওয়া হয় নি।

আরো খবর: ৬০ বছর বয়সে ফেসবুকে পেয়েছেন মনের মানুষ, ৭২ বছর বয়সে আলোচনার শী’র্ষে বর্ষীয়ান অভিনেত্রী

ইতিমধ্যেই অত্যাবশ্যকীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে ২৬ টির মতো।পেঁয়াজের দাম ২২৮.২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, য়দার দাম বেড়েছে ১২০.৬৬ শতাংশ,পেট্রোল বেড়েছে ৮১.১৭ শতাংশ,ডিজেল বেড়েছে ১০২.৮৪ শতাংশ,ডিমের দাম বেড়েছে ৭৯.৫৬ শতাংশ, চায়ের দাম বেড়েছে ৯৪.৬০ শতাংশ। এই সংকট যে তীব্র আকার ইতিমধ্যেই ধারণ করে ফেলেছে সেটা আর বলার প্রয়োজন নেই।