সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বঙ্গোপসাগরে প্রবল শ’ক্তি স’ঞ্চ’য় করে ধে’য়ে আসছে ঘূর্ণিঝড় “গুলাব”, রবিবার হতে পারে ল্যান্ডফল

জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ২৬শে সেপ্টেম্বর থেকে সারা রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টিপাত শুরু হতে চলেছে বলে আগে থেকে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু এই দুর্যোগ নিয়ে আশঙ্কা কিন্তু কাটছে না। বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। পাকিস্তানের নামকরণে এই ঘূর্ণিঝড়ের নাম হয়েছে গুলাব। যার প্রভাবে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে।

এই ঘূর্ণিঝড় নিয়ে পশ্চিমবঙ্গবাসীর উদ্বেগের তেমন কোনো কারণ নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সোমবার থেকে উড়িষ্যা উপকূলের দিকে সরে যাচ্ছে। ভুবনেশ্বর থেকে ভাইজ্যাকের দিকে ক্রমশ গতিপথ পরিবর্তন করছে সেটি। কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় ঝড় হওয়ার তেমন সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

এদিকে আবার রবিবার পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্ক করা হয়েছে। যদিও কলকাতা-সহ বাকি দক্ষিণের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে। আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে গুলাব অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে শীঘ্রই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে।

এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৮০-৯০ কিলোমিটার। আগামী ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। এই বিষয়ে নবান্নের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।