সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্বপ্নে কোনোদিন কা’লো বিড়াল দেখেছেন? তবে এই জিনিসটি হাতছা’ড়া হবে আপনার!

রাতে ঘুমিয়ে স্বপ্ন দেখেন না এমন মানুষ বোধহয় আতশ কাচ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। প্রতিটি স্বপ্নের রয়েছে আলাদা আলাদা ব্যাখ্যা এমনটাই বলে থাকে স্বপ্ন বিজ্ঞান। কোন কোন স্বপ্ন হয় শুধু আবার কোনটা দুঃস্বপ্ন। স্বপ্নে অনেকেই কালো রংয়ের বিড়াল দেখে থাকেন। কালো বিড়ালকে অশুভ হিসেবেই গণ্য করা হয়।

কিন্তু জানেন কি স্বপ্নে কালো বিড়াল দেখার কি তাৎপর্য রয়েছে! স্বপ্ন বিজ্ঞান অনুযায়ী স্বপ্নে কোন বিড়াল দেখলে তার ভালো মন্দ নির্ভর করে সেই প্রাণীর রঙের উপর। যদি কোন ব্যক্তি স্বপ্নে কালো বিড়াল দেখেন তবে তা অত্যন্ত শুভ বলেই গণ্য করা হয়। আগামী সময়ে আর্থিকভাবে লাভবান হতে চলেছেন এমনটাই বোঝানো হয় কালো বিড়ালের মাধ্যমে।

কালো বিড়াল যদি আপনাকে আক্রমন করছে এমনটা দেখলে তা প্রমাণ করে জীবনে কিছু অশুভ ইঙ্গিত আসতে চলেছে। কোন দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি কোন দুঃসংবাদ পেতে পারেন। ভবিষ্যতে বড় কোন সংকট আসতে পারে জীবনে। শুধু তাই নয়, পরিবারের সদস্যরা পথ দুর্ঘটনা সম্মুখীন হতে পারে। স্বাস্থ্যের অবনতিও হতে পারে। এখন প্রশ্ন হল এই ধরনের স্বপ্ন দেখলে প্রতিকার কি করা উচিত। সকালবেলা স্নান সেরে শিব ভেঙ্গে অভিষেক করা উচিত।

আরো খবর: মাছের জা’লে বহুদিন ধরে আ’ট’কে বি’ষ’ধ’র, উ’দ্ধা’র ক’রে জল পান করালেন যুবক

অভিষেক করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র ১০৮ বার জপ করতে হবে। এতে শুভ ফল বর্ষিত হতে পারে। কেউ যদি স্বপ্নে সাদা বিড়াল দেখেন তবে তার কি ব্যাখ্যা হবে। সাদা শুদ্ধতা এবং শান্তি প্রতীক হলেও সাদা বিড়াল দেখা ঝগড়ার ইঙ্গিত বহন করে।

আগামী দিনে পরিচিত কারও সঙ্গে ঝগড়া-বিবাদে জড়িয়ে যেতে পারেন। এ ছাড়া বিড়াল দেখলে অর্থনাসের আশঙ্কা থাকে। এছাড়া পরিবারে সম্পর্কের ভিত আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সাদা বিড়ালের দর্শন প্রাপ্ত হলে।