সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাহুল গান্ধীই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, কর্ণাটকে জিততেই ম’ন্ত’ব্য সিদ্দারামাইয়ার

কর্নাটকে আশাতীত সাফল্য লাভ করেছে কংগ্রেস। বলা যেতে পারে একটু একটু করে শুরু হয়েছে লোকসভা নির্বাচনে কংগ্রেসের পথ চলার সোপান। কর্নাটকের কংগ্রেস নেতারা মনে করছেন এবারের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন রাহুল গান্ধী। শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া জানিয়েছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী।

২০২৪ এর লোকসভা ভোটে বিরোধী ঐক্য নিয়ে এক যুক্তিপূর্ণ মন্তব্য করেছেন তিনি। তিনি আরো জানিয়েছেন কর্নাটকের মানুষের জনমত এটাই বলে দিচ্ছে যে মানুষ আবার কংগ্রেসকেই চায়। আর সেক্ষেত্রে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন রাহুল গান্ধী।

কর্নাটকে কংগ্রেসের বিপুল জয় নিয়ে এবার বিরোধী জোট ব্যাপারে মুখ খুলেছেন অধীর চৌধুরী। স্পষ্ট জানিয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে যে টেক্কা দেওয়া যায় তা প্রমাণ করে দিয়েছেন রাহুল এবং প্রিয়াঙ্কা। রাহুল ও প্রিয়াঙ্কার নেতৃত্বে ২০২৪ সালের আগে বিরোধী জোট গড়ে উঠবে বলে মন্তব্য প্রকাশ করেছেন তিনি।

আরো খবর: ইন্টারনেটে নকল শচীন ঘু’রে বে’ড়া’চ্ছে, করছেন বিজ্ঞাপন! থানায় অ’ভি’যো’গ দা’য়ে’র

১৩৭টি কেন্দ্রে এগিয়ে রয়েছে কংগ্রেস ৬২ আসনে এগিয়ে রয়েছে বিজেপি অন্যদিকে ২১ টি আসনে এগিয়ে রয়েছে জনতা সেকুলার দল। যদিও ভোট গণনা শুরু কয়েক ঘণ্টার মধ্যে বিজেপির থেকেই অনেকটা এগিয়ে যায় কংগ্রেস। তারপর থেকেই বিভিন্ন পার্টি অফিস গুলিতে শুরু হয়ে যায় উৎসব।

ভোটের ফল স্পষ্ট হতেই দিল্লিতে সংবাদমাধ্যমের সামনে ধরা দিয়েছেন রাহুল গান্ধী তিনি বলেন জনশক্তির কাছে হেরে গিয়েছে পেশির আস্ফালন। কর্ণাটকবাসীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

প্রথম ক্যাবিনেটে ইশতেহারের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে বলেও তিনি জানিয়ে দিয়েছেন। আগামীকাল নব নির্বাচিত বিধায়কদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হবেন তিনি আর সেখানে পেশ করা হবে, পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম