সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পৃথিবীর খু’ব কা’ছে তিনটি গ্রহাণু বিজ্ঞানীর ন’জ’রে, ধা’ক্কা লাগলেই….

জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীকে ধ্বংস করতে পারে এমন গ্রহাণু কথা জানালেন। ওই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে 2022 AP7। ‘দ্য অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল’-এ প্রকাশিত খবর অনুযায়ী, জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল তিনটি বৃহৎ গ্রহাণু দেখতে পেয়েছেন।

ওই গ্রহাণুগুলিকে সূর্যালোকের জেরে অতি শক্তিশালী টেলিস্কোপেও এতোদিন দেখা যায়নি । জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, এর মধ্যে একটি গ্রহাণু সবচেয়ে বড়। বিজ্ঞানীরা এর নাম দিয়েছে 2022 AP7। এটি প্রায় ১.৫ কিলোমিটার প্রশস্ত। অর্থাৎ প্রায় ০.৯ মাইল।

জ্যোতির্বিজ্ঞানীরা এটিই পৃথিবীর ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করেছেন তাঁরা। চিলির ভিক্টর এম ব্ল্যাঙ্কো টেলিস্কোপ, অর্থাৎ একটি ডার্ক এনার্জি ক্যামেরা ব্যহার করে গ্রহাণুগুলির উপস্থিতি নিশ্চিত করেছে জ্যোতির্বিজ্ঞানীরা।

আরো পড়ুন: ফে’র চা’লু হচ্ছে “দুয়ারে সরকার”, নতুন কি কি পরিষেবা মি’ল’বে জেনে নিন

বিজ্ঞানীদের আরও দাবি, 2022 AP7 ছাড়াও পৃথিবীর খুব কাছাকাছি আছে আরও ২ টি গ্রহাণু। কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্সের আর্থ অ্যান্ড প্ল্যানেট ল্যাবরেটরির বিজ্ঞানী স্কট শেপার্ড বলেছেন, পৃথিবীর কাছাকাছি দু’টি গ্রহাণু প্রায় এক কিলোমিটার প্রস্থ বিস্তৃত। এটা এমন একটি একটি আকার যা সম্ভবত প্ল্যানেট কিলার হতে পারে বলে জানিয়েছে বিজ্ঞানী শেপার্ড।