সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফে’র চা’লু হচ্ছে “দুয়ারে সরকার”, নতুন কি কি পরিষেবা মি’ল’বে জেনে নিন

‘দুয়ারে সরকার শিবির’ এই মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ‘দুয়ারে সরকার’-এবার নতুন পরিষেবা যুক্ত হয়েছে। এবারের ‘দুয়ারে সরকার’ শিবিরে ভূমিহীনরা পাট্টার আবেদন করতে পারবেন।

এর পাশাপাশি, ২০১৮’র মার্চ মাস পর্যন্ত যাদের বিদ্যুতের বিল বকেয়া রয়েছে, তাঁরা এককালীন টাকা জমা দিলে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন। এই সুবিধা পেতে পারেন রাজ্য বিদ্যুৎবণ্টন সংস্থার কৃষি এবং গৃহস্থ গ্রাহকরাই। এই প্রথম ‘দুয়ারে সরকার’ প্রকল্পে শিবির খুলতে চলেছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ।

অতিরিক্ত বিল আসার কারণ যে সমস্ত গৃহস্থ বা কৃষক, বকেয়া মেটাতে হিমশিম খাচ্ছেন তাঁরা যাতে বিদ্যুতের বিলে ছাড় পান, সেই চেষ্টা করা হবে এই শিবিরের মাধ্যমে। দুয়ারে সরকার’ শিবিরে গিয়ে ‘লক্ষ্মীর ভাণ্ডার‘ প্রকল্পের জন্যও আবেদন জানানো যাবে।

আরো পড়ুন: বড়ো সা’ফ’ল্য পেলো ডায়মন্ড হারবার পুলিশ, ৬ বছর আ’গে হা’রি’য়ে যাওয়া শিশুকে উ’দ্ধা’র

নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত ত্রুটি সংশোধনও করিয়ে নিতে পারবেন গ্রাহকরা। ‘দুয়ারে সরকার’ শিবিরে মোট ২৫টি সরকারি প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে।

সেই তালিকায় রয়েছে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, জাতি শংসাপত্র, তফসিলি বন্ধু, জয় জহর, কৃষকবন্ধু, নতুন ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট খোলা, আধার সংক্রান্ত ত্রুটি সংশোধন, কৃষি জমি মিউটেশন।