সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে “কুচি কুচি” করে কে’টে ফেলার হু’ম’কি দেওয়া ইমরান মাসুদকে কংগ্রেসে বড়ো পদ দেওয়া হলো

বৃহস্পতিবার রাষ্ট্রীয় সচিব পদে মনোনীত সদস্যদের নাম প্রকাশ করলো কংগ্রেস। কংগ্রেসের তরফ থেকে মনোনীত পাঁচজন রাষ্ট্রীয় সচিবের মধ্যে একজন হলেন ইমরান মাসুদ। মোদি বিরোধী বয়ান দিয়ে বরাবরই বিতর্কের শীর্ষ থাকেন ইমরান মাসুদ। কংগ্রেসের মহাসচিব কেসি ভেনুগোপালের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, খোদ কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ইমরান মাসুদকে রাষ্ট্রে সচিব হিসেবে নির্বাচন করেছেন।

ইমরান মাসুদ ছাড়াও কংগ্রেসের রাষ্ট্রীয় সচিব হিসেবে যাদের মনোনীত করা হয়েছে তারা হলেন, সপ্তগিরি উলকাকে যাকে ছত্তিসগড়ের রাষ্ট্রীয় সচিব হিসেবে, দীপিকা পান্ডেকে উত্তরাখণ্ডের রাষ্ট্রীয় সচিব হিসেবে, সঞ্জয় দত্তকে হিমাচল প্রদেশ আর ব্রজলাল বিহারীকে বিহারের রাষ্ট্রীয় সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ইমরান মাসুদকে এত বড় পদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তে কংগ্রেসের অভ্যন্তরে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে।

শুধু মোদি বিরোধী বক্তব্য পেশ করা নয়, ইমরান মাসুদ একসময় মোদিকে “কুচি কুচি করে কাটার”ও হুমকি দিয়েছিলেন। নিজের বক্তব্য এবং কার্যকলাপের দরুন প্রায়শই বিতর্কের শীর্ষে থাকেন তিনি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের সাহারাপুর থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে এমন বিষোদগার করেছিলেন তিনি। এরপর আবার ২০১৯ সালে ইমরান খান সকলের সামনে স্ত্রীর সঙ্গে ডান্স করে মুসলিম সংগঠনের বিষ নজরে পড়েন।

মুসলিম সংগঠনের অভিযোগ ছিল, ইমরান মাসুদ এইভাবে কার্যত ইসলাম ধর্মের অপমান করেছেন। এই জন্য মুসলিম সংগঠনের কাছে তার ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেছিলেন সংগঠনের সদস্যরা। এখানে বির্তকিত নেতাকে রাষ্ট্রীয় সচিব হিসেবে নিযুক্ত করার পরিপন্থী কংগ্রেসের তাবড় তাবড় নেতারা। ফলে দলে তাকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব দেখা দিয়েছে।