সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের আইন শৃঙ্খলা কেমন? পুলিশকর্তাদের সা’থে বৈ’ঠ’ক মোদি ও শাহের

পুলিশের ডিরেক্টর জেনারেল (DGP) ও ইন্সপেক্টর জেনারেল(IG)-দের নিয়ে ৫৬ তম কনফারেন্স হতে চলেছে লখনউয়ে পুলিশের সদর দফতরে। ২০ ও ২১ নভেম্বর এই দু’দিন এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকেই পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

দুদিনের এই কনফারেন্সটি অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই হবে বলে জানা গেছে। সূত্রের খবর, এই বৈঠকে সশরীরে যোগ দেবেন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পুলিশকর্তা, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর প্রধান এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনীর প্রধানরা। বাকি আমন্ত্রিতরা অনলাইন মাধ্যমে দেশের ৩৭টি আইবি বা এসআইবি হেডকোয়ার্টার থেকে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লখনউতেই সশরীরে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে খবর। এই কনফারেন্সের আলোচনার বিষয়গুলি হল সাইবার অপরাধ, তথ্যের উপর নজরদারি, সন্ত্রাস দমনে নানা প্রতিবন্ধকতা, মাওবাদী সমস্যা ইত্যাদি। এছাড়া মাদক পাচারের জন্য নিত্যনতুন যে পথ অবলম্বন করা হচ্ছে, তা রুখতে এবং সংশোধনাগারগুলিতে কী ধরনের পরিবর্তন আনা যায়, তা নিয়েও আলোচনা চলবে এই বৈঠকে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিবছরই ডিজিপি কনফারেন্সেও বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সুদৃঢ় করতে বরাবরই বিভিন্ন উদ্যোগ নিতে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। শুধু বৈঠকে উপস্থিতিই নয়, পুলিস বিভাগের শীর্ষকর্তারা যাতে স্বাধীনভাবে যেকোনও বিষয়ে আলোচনা করতে পারেন এবং নিজেদের মতামত পেশ করতে পারেন, তাও সুনিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি নিজেও আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে নানা পরামর্শ দিয়েছেন। দেশের অভ্যন্তরীণ সুরক্ষা ও পুলিশের কাজ নিয়ে এদিনের বৈঠকেও তিনি শীর্ষ আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাইবেন, এমনটাই সূত্রের খবর।

আগে কেবল দিল্লিতেই এই বৈঠকের আয়োজন করা হত। কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন রাজ্যে এই বৈঠক আয়োজিত হয়ে আসছে। ২০১৪ সালে এই কনফারেন্স গুজরাটে আয়োজিত হয়েছিল, তার পরের বছর কচ্ছের রণে। ২০১৬ সালে হায়দরাবাদের জাতীয় পুলিশ অ্যাকাডেমিতে, ২০১৮ সালে তেকানপুরে বিএসএফ অ্যাকাডেমিতে, ২০১৮ সালে কেভাদিয়া এবং ২০১৯ সালে পুণেতে এই বৈঠক হয়েছিল। করোনা সংক্রমণের কারণে গত বছর এই বৈঠকের আয়োজন ভার্চুয়াল মাধ্যমে হয়েছিল। কিন্তু যেহেতু এবছর সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রিত, তাই লখনউতে হাইব্রিড মোডে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।