সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়িতে তুলসী গাছ তো অবশ্যই আছে! তার স’ঙ্গে রাখুন আ’রো দুটি গাছ, দূর হবে রো’গ ব্যা’ধি

বাস্তুমতে অন্যান্য কাছে তুলনায় তুলসী গাছের একটি আলাদা মাহাত্ম্য রয়েছে। মহেশ্বর দেবাদিদেব মহাদেব শুধুমাত্র তুলসী গাছের পাতায় তুষ্ট হয়ে যান।শুধু দেবদেবীকে তুষ্ট করতে যে তুলসী গাছ লাগে তা কিন্তু নয়, বাড়িতে সর্বদা যদি লেগে থাকে অভাব-অনটন অথবা রোগব্যাধি, তাহলে অবশ্যই বাড়িতে তুলসী গাছ লাগাতে হবে। তবে শুধু তুলসী গাছ রোপন করলেই চলবে না, আপনার বাড়িতে কোথায় তুলসী গাছ প্রতিষ্ঠিত করলে আপনি সবথেকে বেশি উপকার পাবেন, তা জানতে হবে আপনাকে।

অনেকেই জানিনা তুলসী গাছ বাড়িতে রাখার পাশাপাশি আরও কিছু গাছ বাড়িতে যদি রাখা যায় তাহলে আর্থিক অনটন অচিরেই দূর হয়ে যায়। বাস্তুশাস্ত্র মতে, বাড়ির শ্রীবৃদ্ধি বজায় রাখার জন্য গাছপালা বিরাট একটি ভূমিকা পালন করে। বাড়িতে গাছপালা থাকলে শুদ্ধ বায়ু প্রবেশ করে বাড়িতে, যা ভীষণভাবে জরুরি।

বাস্তুশাস্ত্র মতে, বায়ুকে নিয়ন্ত্রণ করে জীবনের মান অনেকটাই উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়। বাড়ির উঠোনে তুলসী গাছ থাকা অত্যন্ত কার্যকরী, তুলসীর গন্ধ বাতাস চারিদিকের পরিবেশকে দূষণমুক্ত করে এবং নেগেটিভ এনার্জি দূরে সরিয়ে দেয়।

তুলসী গাছের গন্ধযুক্ত বাতাস আমাদের সকলের জন্য ভীষণভাবে উপকারী। তবে শুধুমাত্র তুলসী গাছ নয়, সাথে হলুদ অপরাজিতা গাছ, জবা গাছ যদি লাগাতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে আর্থিক অনটন দূর হয়ে যাবে। যদিও এর কার্যকারিতা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি তবুও তুলসী গাছ এবং জবা গাছ অথবা অপরাজিতা গাছ বাড়িতে লাগানো হয়,তাহলে অন্তত আপনার উপকার এবং অপকার হবে না।