সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“দেশের থেকে সিনেমা বড় নয়”, পাকিস্তান বি’ত’র্কে এবার নিজের বক্তব্য রাখলেন রণবীর

বিতর্কিত মন্তব্য করে কখনো লাইমলাইটে আসতে দেখা যায় না তাকে। তিনি বরাবর নিজেকে প্রমাণ করবার ব্যস্ততায় ইঁদুর দৌড়ে এগিয়ে থাকেন। এর আগে অবশ্য বিদেশি কোন শিল্পীদের সঙ্গে কাজ করেননি তিনি হলেন রণবীর কাপুর। পাকিস্তানের সঙ্গে কাজ করা নিয়ে মুখ খুললেন তিনি। বলিউডের এর আগে ও নানান অভিনেতা অভিনেত্রীরা পাকিস্তানি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন।

সম্প্রতি নিজেই একটি বিতর্কিত মন্তব্য করে বসেন ঋষি পুত্র। পাকিস্তানের ছবিতে কাজ করতে চাই আর এই কথা নিয়েই চর্চা শুরু হয়েছে গোটা ভারতে। এই বছরের শুরুতেই রেডসি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে একজন পাকিস্তানি ডিরেক্টর কে রণবীর বলেছিলেন আপনাদের সিনেমায় আমি কাজ করতে চাই।

চন্ডিগড় এই মিডিয়ার সঙ্গে কথা বলবার সময় তার আসন্ন ছবি তু ঝুটি ম্যায় মক্কার ছবির একটি প্রচারে অভিনেতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমি মনে করি আমার এই বিবৃতি কিছুটা ভুল ভাবে ব্যাখ্যা করা হয়েছিল আমি একটি প্রচারের জন্য গিয়েছিলাম এবং সেখানে অনেক চলচ্চিত্র নির্মাতারা উপস্থিত ছিলেন।

আরো খবর: মার্চ আসতেই পারদ পৌঁ’ছে যাবে ৩৫-র কো’ঠা’য়! গরম নিয়ে আ’শ’ঙ্কা প্র’কা’শ করলো হাওয়া অফিস

আমাকে প্রায় সকলেই প্রশ্ন করেছিলেন আপনি কি আমাদের দেশের সঙ্গে কাজ করতে চান তখন সৌজন্যতা বসত এটা আমার বলা উচিত। যদি আপনার কাছে কোন ভাল অফার আসে তবে কি আপনি সেটা হেলায় হারাবেন! তিনি আরো বলেন পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করেছেন চলচ্চিত্র গুলোকে তিনি শিল্প হিসেবেই দেখেছেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে শিল্পীর যে কোন মিল নেই সেটাও বুঝিয়ে দিয়েছেন রণবীর কাপুর। রাহাত ফাতে আলী খান এবং আতিফ আসলাম এর মত দুর্দান্ত গায়কদের কথাও স্মরণ করেছেন রনবির।

সিনেমার কোন সীমানা হতে পারে না বলেই মনে করেন রনবির। পাকিস্তানি ছবিতে আপনি কি অভিনয় করতে চান? বলিউডের চকলেট বয় জানিয়েছিলেন অবশ্যই স্যার আমি মনে করি শিল্পীদের জন্য বিশেষ করে শিল্পের জন্য কোন সীমানা নেই।