সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যারা শুধুমাত্র লা’ভে’র জন্য বিজেপিতে এসেছিলেন তারা দ্রু’ত চ’লে গেলেই মঙ্গল: লকেট

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শিবির ত্যাগ করে একে একে নেতা-মন্ত্রীদের বিজেপি শিবিরে নাম লেখাতে দেখা গিয়েছিল। নির্বাচনী ফল প্রকাশের পরই দেখা গেল উল্টো রূপ। এখন দলে দলে বিজেপি শিবির থেকে দলত্যাগীরা আসছেন তৃণমূল শিবিরে। এবার তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

বেশ কিছুদিন পর লকেট চট্টোপাধ্যায় আবার নিজের পুরনো ফর্মে ফিরে এলেন। দলত্যাগ ঈদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন যারা কিছু পাওয়ার লোভে বিজেপিতে এসেছিলেন তারা যত তাড়াতাড়ি দল ছাড়বেন তাতে দলের মঙ্গল। বুধবার চুঁচুড়ার ঘোড়াঘাটে তর্পণ করতে গিয়ে লকেট এই বার্তা দিয়েছেন।

তিনি আরো বলেন এইবার বিধানসভায় দু কোটি 28 লক্ষ ভোট পেয়েছে বিজেপি। এই বাংলায় তিন থেকে সাতাত্তরে পৌঁছেছে বিজেপির বিধায়কের সংখ্যা। বিজেপি যে মহিলাদের অধিকার নিয়ে লড়ছে এটা মানুষ বুঝেছেন। এই লড়াই আগামী দিনেও বজায় থাকবে বলে তিনি জানিয়েছেন।

তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন একদিকে লখিমপুরে প্রতিনিধি পাঠানো হচ্ছে, অন্যদিকে ভোট-পরবর্তী হিংসায় রাজ্যে বিজেপি কর্মীদের বাড়িতে যান না তারা। তৃণমূলের নাটক মানুষ বুঝতে পেরেছে। উল্লেখ্য বাবুল সুপ্রিয় দল ছাড়ার পর লকেটকে নিয়েও জল্পনা শুরু হয়েছিল। যদিও সেই জল্পনায় বারংবার জল ঢেলেছে লকেট নিজেই।