সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উইপোকা একটু একটু করে দরজা কা’ট’ছে, ন’জ’র দেননি বাড়ির লোক, ফ্রেম ভে’ঙে পড়তেই বের হলো ৩৯ টি সাপ

তথ্য ও ছবি: সংবাদ প্রতিদিন

বাড়িটির বয়স প্রায় ২০ বছর হওয়ার সাথে সাথেই বাড়ির ওপরে কিন্তু বয়সের ছাপ পড়তে শুরু করেছিল। জাননা থেকে শুরু করে দরজা, বাড়ির দেয়াল ,ছাদ সবেতেই বাড়ির বয়স যথেষ্টভাবেই বোঝা যাচ্ছিল। তবে এই ঘর সারানোর সিদ্ধান্ত নিয়েছিলেন গৃহকর্তা। তার নজর ছিল দরজার ওপর। কিছুদিন ধরে দরজাটা উইপোকায় ধরে ছিল কিন্তু সেই দরজা কে ঘিরেই যে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটবে তা হয়তো তিনি বুঝতেই পারেননি।

দরজাটির ফ্রেম ভাঙতে বেরিয়ে পড়ল সেখান থেকে সাপের বাসা, যেখানে ৩৯ টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এইরকম একটি ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গৃহকর্তা সহ তার পরিবারের অন্য সদস্যরা। এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গন্ডিয়ায়।

ওই বাড়ির মালিকের নাম সিতারাম শর্মা তিনি জানান কুড়ি বছরের পুরনো তাদের বাড়ি সম্প্রতি তাদের দরজার কাঠ কাটছিল উইতে ,এই কারণে প্রথম দিকে তিনি পাত্তা দেননি পরে তিনি দরজা মেরামত করার কথা ভাবলেই সেখানেই দেখা গেল বিপত্তি।

আরো খবর: উত্তরবঙ্গের জন্য দুটি স্পেশাল ট্রেনের ব্য’ব’স্থা করলো রেল, শিয়ালদহ না হাওড়া? কো’থা থেকে ছাড়বে?

পরিচারিকার চোখে পড়ে দরজার ফ্রেমের ভিতর দিয়ে উঁকি দিচ্ছে একটি সাপ। এরপর দেরি না করেই সীতারাম বাবু সর্প বিশেষজ্ঞদের খবর দেন। যার পরেই প্রায় চার ঘন্টা ধরে এই সাপ উদ্ধার করার অভিযান চালানো হয়।

শেষ পর্যন্ত দরজা ভেঙে উদ্ধার করা হয় প্রায় ৩৯ টি জ্যান্ত সাপকে । এরপর প্লাস্টিকের জারে সেই সাপগুলোকে ভরে সাপ বিশেষজ্ঞ বান্টি শর্মা নিয়ে যান ।

বান্টি শর্মা জানিয়েছেন ,এক একটি সাপের বাচ্চার দৈর্ঘ্য প্রায় ৭ ইঞ্চি। এদের জন্ম সপ্তাহখানেক আগেই হয়েছে। এরা উইপোকা খায় তবে জানা গেছে সবগুলো বিষধর নয়।