সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুরভোটে প্রা’র্থী গরিব টোটো চালক, আসানসোলে বিজেপির মু’খ তারকনাথ ধীবর

আসানসোল পুরসভার ১০৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী টোটো নিয়ে গ্রামে ঘুরে ঘুরে পুরভোটের প্রচার চালাচ্ছেন। না অন্য কারও জন্য নয়, নিজের জন্যই। আসানসোল পুরসভার ১০৩ নম্বর ওয়ার্ডের এই বিজেপি প্রার্থী পেশায় টোটোচালক তারক নাথ ধীবর ওরফে গোবিন্দ হাতিনলের বাসিন্দা। অন্যান্য অনেক প্রার্থীই যেখানে কোভিড বিধিকে তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছেন প্রচার, সেখানে এই ব্যাপারে ভীষণই কড়া তারক নাথ। ভোট প্রচারে তাঁর সঙ্গী কেবল তাঁর টোটোখানি, সঙ্গে কখনও কখনও সর্বোচ্চ ৫ জন লোক।

আসানসোলের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে চন্দনা বাউরি

এভাবেই তিনি গ্রামের অলিগলিতে টোটো থামিতে প্রতিটি দোরগোড়ায় পৌঁছচ্ছেন। ওই বিজেপি প্রার্থী বলেন, ‘দল আমাকে এই সুযোগ দিয়েছে তাই আমি অত্যন্ত খুশি৷ মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করছি। আমি নিজেও গরীব ঘরের, তাই মানুষের দুঃখ কষ্ট গুলো বুঝে তাঁদের পাশে দাঁড়াতে পারব। আশা করছি মানুষ আমার উপর ভরসা রাখবেন’।

https://www.facebook.com/watch/?v=329764379014575

গ্রামবাসীরা ইতিমধ্যেই তারকনাথের উপর, ভরসা করতে শুরু করেছেন । তাঁদের দাবি অত্যন্ত ভালো ছেলে তিনি। সবসময় বিপদে আপদে মানুষের পাশেই থাকেন। এবার তিনি প্রার্থী হয়েছেন। তাই তিনি যদি জেতেন তাহলে সুখ দুঃখে, বিপদে আপদে তাঁর সাহায্য পাবে এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা সাধন মুখোপাধ্যায় বলেন, ‘আমাদের এখানে গোবিন্দকে প্রার্থী করেছে বিজেপি। এই ব্যাপারে আমরা ভীষণই খুশি। খুব কষ্ট করে অতি সাধারণ ভাবে জীবনযাপন করেন তিনি। তাই তিনি মানুষের জন্য কাজ করবেন কাউন্সিলর হলে।’