সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পদ্ম শিবিরে কি খ’ব’র? কে হ’চ্ছে’ন দিলীপ ঘোষের উত্তরসূরি? দুটি নাম উ’ঠে এ’লো

বিজেপির তরফ থেকে রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির খুঁটি শক্ত করেছেন দিলীপ ঘোষ। একুশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমান সমানে টক্কর দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি। এহেন দিলীপ ঘোষ এবার রাজ্যের দায়িত্ব থেকে সরে যাবেন। চলতি বছরের নভেম্বর মাসে তার রাজ্য সভাপতি পদের মেয়াদ শেষ হতে চলেছে। যার ফলে বিজেপির তরফের নতুন রাজ্য সভাপতি কে হবেন এই নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে।

এ প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নাম উঠে আসছে। বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে সুকান্ত মজুমদার এর নাম সুপারিশ করেছেন খোদ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বেশকিছু সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে যে সর্বভারতীয় সভাপতি নাকি নিজেই দিলীপ ঘোষের থেকে এই বিষয়ে তার মত জানতে চেয়ে ছিলেন।

যদিও পুরো ঘটনাটিকেই অবশ্য অস্বীকার করেছেন দিলীপ ঘোষ। এমন খবরকে সম্পূর্ণভাবে সংবাদমাধ্যমের মস্তিষ্কপ্রসূত বলে তিনি দাবি করেছেন। উল্টে তার দাবি বিগত এক মাস ধরে বিজেপির সর্বভারতীয় সভাপতি সঙ্গে তার দেখা তো দূরের কথা, নিদেনপক্ষে ফোনেও কথা হয়নি। বিজেপি তাহলে এইভাবে সভাপতি নির্বাচন করা হয় না বলে তিনি জানিয়েছেন। নির্দিষ্ট নিয়ম এবং পন্থা মেনেই দলের তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সভাপতি নির্বাচন করা হবে বলে দিলীপ ঘোষ জানিয়েছেন।

কাজেই দিলীপ ঘোষের পর বাংলায় বিজেপির রাজ্য সভাপতি কে হবেন সেই নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে। রাজনৈতিক অন্দরমহল সূত্রের খবর, চলতি মাসের ২২ তারিখই নাকি এই প্রশ্নের জবাব মিলতে পারে। বালুরঘাটের সাংসদ ছাড়াও সংঘ ঘনিষ্ঠ দেবশ্রী চৌধুরী এবং স্বপন দাশগুপ্তের নামও উঠে এসেছে এই তালিকায়।