সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’ভি’ন্ন দা’বি নি’য়ে ৩ আ’গ’স্ট থেকে রাজ্য’জু’রে আশা’ক’র্মী’দের কর্ম’বি’র’তি

বিভিন্ন দাবি নিয়ে ৩ আগস্ট থেকে রাজ্যজুরে আশাকর্মীদের কর্মবিরতি

মালদা,৩ আগস্ট : ন্যূনতম ২১ হাজার টাকা বেতন দেওয়ার দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে ৩ আগস্ট থেকে রাজ্যজুরে আশাকর্মীদের কর্মবিরতি চলছে।

সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলার হবিবপুর ব্লকেও আসা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বুধবার দুপুরে বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে মোড়ে কর্মবিরতি ও মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বুলবুলচন্ডি মোড় এলাকায় প্রতিকি পথ অবরোধ করেন ।

তাদের দাবিগুলোর মধ্যে হচ্ছে ইন্সেন্টিভ ভাগেভাগে পাঠানো চলবে না, অবিলম্বে বন্ধ করতে হবে। গত এক বছরের বকেয়া ইন্সেন্টিভার টাকার হিসাব মিলিয়ে দেওয়ার দাবি।

সমস্ত কর্মীকে এন্ড্রয়েড ফোন এবং মাসিক ৩০০ টাকা রিচার্জের জন্য দেওয়ার দাবি সহ বিভিন্ন দাবির ভিত্তিতে বিক্ষোভ অবস্থানে সামিল হন আশা কর্মী ইউনিয়নের কর্মীরা।