সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

২৪ লোকসভা ভো’টে BJP-র আসন ৫০-এ না’ম’বে, দা’বি নীতীশের

সম্প্রতি দেশের রাজনৈতিক দলগুলি যেভাবে এক দল থেকে আরেক দল পরিবর্তন করে চলেছে তাতে এরা বর্তমানে কি চায় বোঝা মুস্কিল হয়ে পড়ছে। এরা কখন সঙ্গী আর কখন বিরোধী হয়ে পড়ছেন বোঝা দায়। তবে কিছুদিন আগে বিহারের প্রধানমন্ত্রী নীতিশ কুমার ভারতীয় জনতা পার্টি দল ত্যাগ করে কংগ্রেস এবং আরজেডিকে সঙ্গে নিয়ে পুনরায় একবার ক্ষমতায় বসেন নীতীশ কুমার। ফলে সেই রাজ্যে ক্ষমতা হাতছাড়া হয় বিজেপির। আর সেই কারণেই বিজেপি নীতিশ কুমারের এই জোট কে ভাঙতে চাইছেন। আর তাই মণিপুরে জনতা দল ইউনাইটেড-এর পাঁচ বিধায়ক বিজেপিতে যোগদান করলে সেই সকল বিষয় নিয়েই মুখ খুললেন জেডিইউ প্রধান।

তিনি বলেন, “বর্তমানে গোটা দেশে যা হয়ে চলেছে, তা থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে, এক শ্রেণীর মানুষ কি ধরনের কাজ করে চলেছে। অন্য দল ভাঙিয়ে ওরা যে লোক এনে চলেছে, এটা কি সাংবিধানিক?” এরকম আজকাল প্রায়ই দেখা যাচ্ছে যে একদল থেকে লোক অন্য দলে চলে যাচ্ছে বা নিয়ে নেওয়া হচ্ছে। একটি দলের ক্ষমতাকে খর্ব করার জন্যই মূলত এমন করা হয়ে থাকে।

আর সেই নিয়েই সরব নীতিশ কুমার। তিনি এও বলেন যে, আমরা বিজেপি থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত যখন নিই, তখন অন্যান্য সকল রাজ্যের নেতাদের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু বর্তমানে মণিপুরের যে বিধায়করা বিজেপিতে যোগদান করেছে, তারাও ওই সময় আমাদের শুভেচ্ছা জানায়। অথচ এরাই দলত্যাগ করে বসলো।

আরো পড়ুন: ম’নে আ’ছে মুন্সীজির ক’থা? এখন কিভাবে দিন কা’টা’চ্ছে’ন এই অভিনেতা?

আর এইদিন ই নীতিশ কুমার বিরোধী জোটের কোথায় বলেন। তিনি বলেন,  “বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে যদি লোকসভা নির্বাচনে লড়াই করতে পারে, তাহলে বিজেপির আসন সংখ্যা ৫০-এর নিচে নামানো যাবে। আমি সেই চেষ্টাই ক্রমাগত করে চলেছি।” তবে শুধু নীতিশ কুমারই নন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও একই কথা বলেন।

তিনিও বলেন বিরোধী দল গুলো মিলে ঐক্যবদ্ধ হলে বিজেপি আগ্রাসন অনায়াসেই মেটানো যাবে। তবে শেষ অবধি ২০২৪ লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপির বিরুদ্ধে আদৌ বিরোধীদের এক সূত্রে নিয়ে আসা সম্ভব হয় কিনা, তা এখনই বোঝা যাচ্ছে না। তাই দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন।