সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রবল অ’র্থ’ক’ষ্টে রয়েছে পাকিস্তান, খাবার দি’তে না পারায় সিংহ বি’ক্রি করে দি’চ্ছে লাহোর চিড়িয়াখানা

অর্থের অভাবে বিধ্বস্ত দশা লাহোর চিড়িয়াখানার। ওই চিড়িয়াখানার সাফারি পার্কের সিংহদের অভুক্ত রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। পাকিস্তান সরকারের অনুমোদনে তাই চিড়িয়াখানা কর্তৃপক্ষ বারোটি সিংহকে নিলামে চড়ানোর ব্যবস্থা করছেন।

লাহোরের বন্যপ্রাণপ্রেমীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন। পাকিস্তানের আর্থিক সংকট ক্রমশ বাড়ছে। এমতাবস্থায়ী আর্থিক সংকট কমানোর জন্য ব্যয় সংকোচের নীতি নিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার।

বিভিন্ন শহরের চিড়িয়াখানার পশুদের খাদ্যের জন্য সরকারি বরাদ্দের উপরে কাটছাঁট করা হয়েছে। সাফারি পার্কের ২৯ টি আফ্রিকান সিংহের মধ্যে বারোটিকে নিলামে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরো পড়ুন: দম্পতিদের বি’রা’ট সুযোগ দি’চ্ছে মোদি সরকার! ২০০ টা’কা মাসিক বিনিয়োগে পাবেন ৭২ হাজার টা’কা

পাক সংবাদ মাধ্যমের তরফ থেকে দাবী করা হয়েছে দেশি-বিদেশি এক ডজন ব্যক্তি এবং সংস্থা সিংহ কেনার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে।

লাহোর চিড়িয়াখানার পশু চিকিৎসক জানিয়েছেন গত কয়েক বছর প্রজননের ফলে সিংহের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

যদিও পাকিস্তানের বন্যপ্রাণ প্রেমী সংগঠনগুলি এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছেন। তারা অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের দাবী জানাচ্ছেন। পথে নেমে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা।