সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রিপোর্ট নেগেটিভ, পেট এতটুকুও বাড়েনি, কিন্তু ৯ মাসের গ’র্ভ’ব’তী মহিলা!

আপনি গর্ভবতী, আর সে কথাটা নাকি আপনি জানেন না। যে কোন মহিলার কাছে মাতৃত্ব সবথেকে বড় একটি পাওয়া। জীবন সম্পূর্ণ অন্য ভাবে অতিবাহিত হয়ে যায় মাতৃত্ব স্বাদ গ্রহণ করার পর। এ জীবন সম্পর্কে আমাদের সকলের জন্য কিছু পরিকল্পনা থাকে। কিন্তু আপনি যদি জানতেই না পারেন আপনি গর্ভবতী হয়েছেন তাহলে কেমন হবে।

সম্প্রতি এমন একটি ঘটনা ঘটে গেল এলি জনসনের সঙ্গে। এলি প্রেগনেন্ট এবং তার গর্ভে নাকি রয়েছে 9 মাসের সন্তান। ৯ মাস পর্যন্ত নাকি তিনি বুঝতে পারেন নি তিনি গর্ভবতী এমনকি প্রেগনেন্সি রিপোর্ট নেগেটিভ এসেছে বারবার। নিয়মিত গর্ভনিরোধক ওষুধ খাচ্ছিলেন তিনি তার পরেও কিভাবে হয়ে গেল এই ঘটনা।

প্রথমে কিছুই বুঝতে পারেননি তিনি আচমকাই এলির পেটে ব্যাথা শুরু হওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসার জন্য। সেখানে পরীক্ষা করে দেখা গেছে এলির পেটে রয়েছে ৯মাসের বাচ্চা। কিন্তু পেটের আকার একটুও বড় হয়নি।

আরো পড়ুন: ফের রাষ্ট্রসংঘে রাশিয়া-ইউক্রেনের কা’ছে শান্তির বা’র্তা দিলো ভারত

লন্ডনের এক্স এর বাসিন্দা এলি জানান, 2018 সালের আগস্ট মাসের তার প্রথম পেটে ব্যথা হয়। ডিসেম্বর মাসে আলট্রাসনোগ্রাফি করেও জানা যায় না তিনি পেগনেন্ট।

এর কিছুদিন বাদে হঠাৎ করে আরো একবার পেটে ব্যথা শুরু হয়। ধীরে ধীরে ব্যথা কোমরে দিকে অগ্রসর হতে থাকে। থাকতে না পেরে হাসপাতালে গিয়ে পরীক্ষা করলে জানতে পারা যায় তিন মাসের গর্ভবতী। যে ব্যথা হচ্ছে সেটি লেবার পেইন।

তবে সুখবর একটাই, জানতে না পারলেও সেই সময়ে জানার পর একটি সুস্থ স্বাভাবিক কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা। কিন্তু এতদিন পেটে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ানোর পরেও জানা যায়নি তিনি প্রেগনেন্ট।

তার মধ্যে তিনি নিয়মিত গর্ভনিরোধক ওষুধ খেয়েছেন এবং ৩ বার প্রেগনেন্সি টেস্ট করিয়েছিলেন। পরীক্ষায় কোন ভাবেই ধরা পড়েনি ওই সন্তানের কথা। এমনকি ঐ মহিলা নিজেও টের পাননি গর্ভে সন্তানের কথা। কিন্তু এমন ঘটনা কীভাবে ঘটে গেল তা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না চিকিৎসকরা।