সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রসিদ্ধ বাপুজি কেকের দা’ম এবার বাড়ালো সংস্থা, জেনে নিন নতুন দা’ম

বেকারি মালিকদের সংগঠন কয়েক মাস আগেই রাজ্যে পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 400 গ্রাম পাউরুটির দাম 24 টাকা থেকে বাড়িয়ে করা হয় 28 টাকা। এছাড়া 12 টাকার পাউরুটির দাম বাড়িয়ে করা হয় 14 টাকা।

দ্রব্যমূল্য বৃদ্ধির কোপ এবার পড়ল সাধারণ মানুষের টিফিনেও। বাপুজি কেক কলকাতা-সহ সারা রাজ্যে ছড়িয়ে রয়েছে ও সাধারণ মানুষের টিফিনে একটি জায়গা করে নিয়েছিল।

বাপুজি Special Tiffin Cake কেকের দাম 6 টাকা থেকে বাড়িয়ে করা হল 7 টাকা। অর্থাৎ প্রতি পিস বাপুজি কেকের দাম বৃদ্ধি করা হয়েছে 1 টাকা করে।

আরো পড়ুন: এই ৩ রাশির লোকেরা প্রচুর সা’ফ’ল্য পে’য়ে থাকেন, এদের স’ঙ্গে বন্ধুত্ব করলে ক্ষ’তি নেই!

কেন দাম বৃদ্ধি করা হল, এ প্রসঙ্গে সংবাদপত্রে একটি বিজ্ঞপ্তিও করেছে নিউ হাওড়া বেকারী প্রাইভেট লিমিটেড। এই বেকারী সংস্থাটিই বাপুজি কেকের প্রস্তুতকারক।

কোভিডের জেরে সাধারণ মানুষের পকেটে এমনিতেই অর্থের অভাব প্রকট হয়ে উঠেছে। এরমধ্যে সস্তা জিনিসগুলির দামও ক্রমে বৃদ্ধির ফলে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে।

কোম্পানির তরফে ছাপানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আপনাদের বাপুজি কেক এখন 7 টাকা। বিভিন্ন কারণবশত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বাপুজি কেক-এর গুণগতমান বজায় রাখতে দাম 7 টাকা করা হল।” Bapuji কেক প্রস্তুতকারী সংস্থাটি এই দাম বৃদ্ধির জন্য ক্রেতা ও বিক্রেতাদের সহযোগীতা আশা করেছে।