সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

LIC-র ধামাকা’দার পলিসি, মাত্র ৪ বছরে পাওয়া যা’বে কোটি টা’কা

ভারতীয়রা বীমার ক্ষেত্রে সবসময় প্রাধান্য দিয়ে থাকেন LIC-র বিমা কে । একদিকে গ্রাহকদের সুবিধা, ইচ্ছা ও পছন্দমতো LIC-র বিমার হরেক সমাহার আছে, তেমনই আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ।

তা হল, স্টক মার্কেটের উপরে এর সুদের হার নির্ভর করে না। যা একটা স্বস্তির বিষয় সাধারণ মানুষের কাছে। এলআইসি জীবন চিরমনি পলিসি (LIC Jeevan Shiromani Policy) হল গ্রাহকবান্ধব বিমা পলিসি যা কোম্পানি বাজারে এনেছে।

মূলত, উচ্চ আয়ের গোষ্ঠীর কথা মাথায় রেখেই এই জীবন শিরোমণি পরিকল্পনা করেছে এলআইসি। এলআইসি এই পরিকল্পনাটি 2017 সালে শুরু করেছিল। এই প্ল্যান একটি নন-লিঙ্কড মানি ব্যাক প্ল্যান। গুরুতর রোগ তথা জরুরি পরিস্থিতিতে পলিসি হোল্ডারদের কভার দেয় এই প্ল্যান।

আরো পড়ুন: Acid Fly-র আ’ত’ঙ্কে কাঁপছে উত্তরবঙ্গ! বহু আ’ক্রা’ন্ত, কি কি করতে হবে জানুন

এই প্ল্যানের আওতায় LIC বিনিয়োগকারীদের 3 ধরনের অপশন দেয়। এই পলিসির গ্রাহককে মেয়াদ শেষে ন্যূনতম 1 কোটি টাকা রিটার্নের নিশ্চয়তা দেয়। গ্রাহককে মাত্র 4 বছর এই পলিসিতে বিনিয়োগ করতে হবে। তারপরে গ্রাহক রিটার্ন পাবেন।

এই বিমার মেয়াদপূর্ণের 4টি সময়কাল আছে। 14, 16, 18 এবং 20 বছর। পলিসির সুবিধা পেতে গ্রাহককে প্রতি মাসে Rs 94,000 জমা করতে হবে। এই প্ল্যানে 14, 16, 18 ও 20 বছরের জন্য বিনিয়োগ করতে পারেন আমানতকারী।

বিনিয়োগকীরা এই প্ল্যান অনুযায়ী 14 বছরের পলিসিতে 30 শতাংশ করে নিশ্চিত বিমারাশির 10 ও 12 বছরে পাবেন । 16 বছরের পলিসিতে 12 ও 14তম বছরে পলিসির 30-35 শতাংশ টাকা পাওয়া যাবে।

18 বছরের পলিসির ক্ষেত্রে 40-45 শতাংশ য্থাক্রমে 14 ও 16তম বছরে পাওয়া যাবে। পলিসি হোল্ডার 20 বছরের পলিসিতে 16 ও 18তম বছরে 45 শতাংশ বিমাকৃত অর্থ পাবেন ৷