Home লাইফস্টাইল ৩০ মার্চ রাম নবমী, পুজোর সময় ও তি’থি জেনে নিন

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩০ মার্চ রাম নবমী, পুজোর সময় ও তি’থি জেনে নিন

এই বছর রাম নবমী পালিত হবে ৩০ মার্চ অর্থাৎ আগামীকাল। তবে এই পক্ষটি ২৯ শে মার্চ রাত ৯.০৭ মিনিট থেকেই শুরু হয়ে যাচ্ছে আর শেষ হচ্ছে পরের দিন রাত ১১.৩০ টা নাগাদ।

রাম নবমীর তিথি হলো – অভিজিৎ মুহুর্ত :- ৩০ শে মার্চ সকাল ১১.১৭ থেকে দুপুর ১.৪৬ মিনিট পর্যন্ত। মোট পুজোর সময় হলো ২ ঘণ্টা ২৮ মিনিট। এই রাম নবমী পালিত হয় মূলত ভগবান শ্রী রামের জন্মতিথি উপলক্ষে। তাই প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের নবমী তিথিতে তাঁর জন্মদিন পালন করা হয়।

ভগবান শ্রী রাম ছিলেন প্রাচীন ভারতের হিন্দু ধর্মগ্রন্থের মতে যুগ যুগ ধরে ভগবান বিষ্ণু এ বিশ্ব সংসারের পালক। বিভিন্ন যুগে তিনি আমাদের পৃথিবীতে আসেন নানা অবতার রূপে। বিশ্ব সংসারের সকল মানুষকে ন্যায়পরায়ণতার ও সত্যের পথ প্রদর্শন করতে, মিথ্যার উপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে জন্ম গ্রহণ করেন।

এই দিনটিতে শাস্ত্র অনুযায়ী কিছু বিশেষ যোগ সৃষ্টি হচ্ছে। এই দিনে সর্বর্থসিদ্ধি গুরুপুষ্য, ও অমৃতসিদ্ধি যোগ সৃষ্টি হচ্ছে। এই যোগ সৃষ্টিতে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের বিশেষ লাভ হতে চলেছে। এই দিনটি সিংহ রাশির জাতকদের জীবনে অনেক উন্নতি আসতে পারে বলে মনে করা হচ্ছে।

আরো খবর: শুধুমাত্র বাবার ছবিতেই নায়িকা হতে পেরেছিলেন, এখন কেন চুমকি চৌধুরীকে দে’খা যায় না পর্দায়?

ভগবান শ্রী রামের আশীর্বাদে চাকরি ও বিজনেস সব ক্ষেত্রেই সাফল্য আসতে পারে। আয়ের নতুন উৎস খুলতে পারে। এই দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে ভালো দিন বলে মনে করা হচ্ছে।

এই দিনে যেকোনো আটকে থাকা কাজ সফল হতে পারে। তুলা রাশির জাতকদের জন্যও এই দিনটি বিশেষ শুভ বলে মনে করা হয়। এই দিনে শ্রী রাম মা সিতা ও বজরংবলির পূজা অর্চনা করলে জীবনে অনেক সুখ ও শান্তি মিলবে।