সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজোর আগে ফের ঝ’ট’কা, মাস পয়লায় বা’ড়’লো রান্নার গ্যাসের দা’ম

দিন প্রতিদিন গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির কারণে নাজেহাল গৃহস্থ। গ্যাসের দাম কমার কোনো লক্ষণ নেই। উল্টে উত্তরোত্তর দাম বেড়েই চলেছে। এবার পুজোর আগেই ফের দাম বাড়ানো হলো গ্যাসের। তবে এবারে চিন্তার ভাঁজ করতে চলেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার গ্রাহকদের কপালে। কারণ দাম বাড়ানো হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের।

এলপিজি সিলিন্ডারের ১৯ কেজির দাম বেড়ে হয়েছে ১৮০৫.৫০ টাকা। আজ থেকেই কলকাতা শহর জুড়ে এই দাম কার্যকর হতে চলেছে। ১৯ কেজির পাশাপাশি একসঙ্গে ৫ কেজি এবং ৪৭ কেজি এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। আবার কেউ যদি সিলিন্ডারের নতুন সংযোগ নিতে চান তাদেরকেও এবার গুনতে হবে ১৪৪৬.৫০ টাকা। রিফিল সিলিন্ডারের জন্য ৫০২.৫০ টাকা খরচ করতে হবে।

ফ্রি ট্রেড এলপিজির পিওএস কানেকশন নেওয়ার জন্য খরচ হবে ১৪৪৬ টাকা। রিফিল সিলিন্ডারের ক্ষেত্রে খরচ হবে ৫২০ টাকা। ৪৭.৫ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ৪৫১০ টাকা। এক্সট্রা তেজ গ্যাস সিলিন্ডার কেনার জন্য খরচ হবে ৪৫৬৬ টাকা। ১৯ কেজির ন্যানো কাট বাণিজ্যিক সিলিন্ডার কিনতে খরচ হবে ২০৬৪ টাকা।

১৯ কেজির এক্সট্রা তেজ সিলিন্ডার কিনতে হলে সিলিন্ডার পিছু দাম পড়বে ১৮২৮ টাকা। উল্লেখ্য পুজোর মৌসুমী এইভাবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানোর স্বভাবতই রেস্তোরাঁ এবং অন্যান্য খাবার দোকানগুলিতে খাবারের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত গৃহস্থালীতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।