সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“দিদিকে বলো” এখন অতীত! এবার এলো “এক ডা’কে অভিষেক”

গত ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের লোকসভা ভোটে ফল খারাপ হয়েছিল। এরপরই ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু হয়েছিল। যা সাড়া ফেলে দিয়েছিল।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মানুষ ‘দিদিকে বলো’ কর্মসূচির দ্বারা উপকৃত হয়েছিলেন বলে শোনা গিয়েছিল। সেই সাফল্য বিবেচনা করেই এবার ‘দিদিকে বলো’র ধাঁচে নামতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

তৃণমূল কংগ্রেস এবার নিজের সংসদীয় এলাকায় তৃণমূল সাংসদ ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির সূচনা করতে চলেছেন। এবার ফোন ঘোরালেই মিলবে সাংসদকে, জানানো যাবে সমস্যার কথা।

আরো পড়ুন: আকাশের মুখ ভা’র, দফায় দফায় বৃষ্টিপাত, কেমন থা’ক’বে কলকাতার আবহাওয়া?

 অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার এলাকার বাসিন্দাদের জন্য এবার এই সুবিধা আনতে চলেছেন। নতুন এই মডেলের নাম ‘এক ডাকে অভিষেক।’ টোল ফ্রি হেল্পলাইন নম্বর ৭৮৮৭৭৭৮৮৭৭-য়ে ফোন করলেই মিলবে সমস্যা সমাধান।

সূত্রের খবর অনুযায়ী, কোনও ব্যক্তির অভিযোগ পাওয়ার পরই সমাধানের চেষ্টা করা হবে। পাশাপাশি, নিজেও কথা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই সুবিধা পাবেন কেবল ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার মানুষ।