সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বক্রি থেকে মার্গি দ’শা’য় প্র’বে’শ শনির! এই ৩ রাশির লোকেদের ভা’লো দি’ন আসছে

শনি এমন একটি গ্রহ, যার প্রভাবে অনেক দুর্দশার শিকার হতে হয় মানুষকে। আবার অন্যদিকে ভক্তদের ভালো কাজের জন্য তাদের সুফল দান করেন শনিদেব। অন্যায় হলে অবশ্যই দেন শাস্তি। তাই শনিদেবকে বলা হয় ন্যায়বিচারের দেবতা।জ্যোতিষশাস্ত্র মতে, শনির মহাদশা মূলত তিনটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে, কোন ব্যক্তি অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হন।

দ্বিতীয় পর্যায়ে, কোন ব্যক্তির পরিবারের ওপর এবং তৃতীয় পর্যায়ে তে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে। কোন ব্যক্তির জীবন এই তিনটি পর্যায়ে তে মোট আড়াই বছর ধরে চলে। যার মধ্যে দ্বিতীয় পর্যায়ে সবথেকে ভয়াবহ বলে মনে করা হয়।

বর্তমানে শনির মকর রাশিতে বিরাজ করছেন। ২০২২ সালের ২৯ এপ্রিলের মধ্যে শনি অর্ধশতকের দ্বিতীয় পর্ব মকর রাশিতে চলবে। এই সময়টা মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুবই খারাপ প্রমাণিত হতে পারে, তাই সাবধানে থাকতে হবে তাদের।

১১ অক্টোবর সকাল আটটার পর শনিবার মারগিতে পরিণত হবে। এই বছর শনির রাশির কোন পরিবর্তন হবে না। আগামী বছরের ২৯ এপ্রিল, মকর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনিদেব। ফলস্বরূপ, ধনু রাশিতে শনির সাড়েসাতির অন্ত হবে এবং মীন রাশিতে শুরু হয়ে যাবে সাড়েসাতির প্রথম পর্যায়।