সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রাক্তণ পুলিশ অফিসারের শেষ কে’স ছিলো এটি, ৯ বছর পর কিশোরী অ’ব’স্থা’য় বা’ড়ি ফিরলেন পুজা

নয় বছর আগে হারিয়ে গিয়েছিল ছোট্ট মেয়ে পূজা গৌড়। অবশেষে বাড়ি ফিরে আসতে পারে সে এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের চেষ্টায়। ওই পুলিশ অফিসার অবসরের পরেও ছোট্ট পূজার সন্ধান চালিয়ে যাচ্ছিলেন।

অবশেষে এখন 16 বছরের কিশোরী মেয়েটি বাড়ি ফিরে আসতে পেরেছে। সবটাই সম্ভব হয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলাতে।পূজাকে যখন অপহরণ করা হয়েছিল তখন সে দ্বিতীয় শ্রেণীতে পড়তো। স্কুলে যাওয়ার পথে সে আচমকা উধাও হয়ে যায়।

অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রাজেন্দ্র ভোঁসলে ২০১৫ সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত নিখোঁজ সমস্ত শিশুকে উদ্ধার করেছিলেন।একমাত্র পূজার কোনো হদিস পাননি তারা। তাই তিনি নিজের ওয়ালেটে পূজার ছবি রেখে দিয়েছিলেন।

আরো পড়ুন: দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন জগদীশ ধনকড়

উদ্ধার হওয়ার পর পূজা জানিয়েছে তাকে অপহরণ করার পর অপহরণকারী হ্যারী ডিসুজা এবং সোনি মহারাষ্ট্রের বিভিন্ন জায়গাতে তাকে নিয়ে ঘুরতে থাকে। প্রথম প্রথম তাকে স্কুলে পাঠানো হতো ঠিকভাবে খেতে দেওয়া হতো।

কিন্তু তাদের সন্তান হওয়ার পর তাকে আর গুরুত্ব দেওয়া হতো না। এরপর তাকে জুহুতে এক ব্যবসায়ীর বাড়িতে কাজ করতে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে পূজার সঙ্গে এক পরিচারকের দেখা হয় এবং পূজা তাকে বলেন তিনি সোনির মেয়ে নন।

ওই ব্যক্তি গুগলে সার্চ করে পূজার পুরনো ছবি দেখতে পান এবং সেখানে উল্লিখিত চারটি নম্বরের মধ্যে একটি নম্বরে যোগাযোগ করেন যেটা ছিল পূজার প্রতিবেশীর নম্বর। এরপর পূজাকে উদ্ধার করে পুলিশ।