সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন জগদীশ ধনকড়

বিরোধী পার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন আমাদের রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। যা আশা করা হয়েছিল তাই ঘটলো পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ মনোনীত পার্থী জগদীপ ধনকড়।
আগামী ১১ই আগস্ট উপরাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করবেন বাংলার রাজ্যপাল।

সংসদে গোপনীয় ব্যালটে ভোটে দিয়েছেন দুই কক্ষের মোট ৭২৫ জন সদস্য। জগদীপ ধনকড়ের পক্ষে ৫২৮ টি ভোট পড়েছে। আর ভোট দেননি ৫৫ জন সাংসদ। অন্যদিকে মার্গারেট আলভা পান ১৮২ টি ভোট। তাই খুব স্বাভাবিক ভাবেই এনডিএ মনোনীত পার্থী জগদীপ ধনকড় এর জয় ছিল অবধারিত।

প্রায় বিজেপিরা একার জোরেই জিতিয়ের ফেলেছেন তাঁকে। এছাড়াও, আরো অনেকগুলো দলের সমর্থন পেয়েছেন বাংলার প্রাক্তণ রাজ্যপাল। এনডিএ-এর তরফ থেকে একটা বড় চমক ছিল তাঁর এই জয়লাভ। সব মিলিয়ে প্রায় ৭০ ভাগই ভোটে জিতেছেন জগদীপ ধনকড়। জনতা দল , বিএসপি , ওয়াইএসআরসিপি , এআইএডিএমকে, এবং শিব সেনার সমর্থন পেয়েছেন তিনি।

আরো পড়ুন: ম’দ নিষিদ্ধ বিহারে বি’ষ’ম’দ পা’ন করে ১১ জনের মৃ’ত্যু, অনেকেই হা’রা’লে’ন দৃষ্টি’শ’ক্তি

সেখানে বিরোধী পার্থী আলভা পেয়েছেন ২৬ শতাংশ ভোট। গত বারের ভোটে বিরোধী পার্থী যা ভোট পেয়েছিলেন সেই তুলনায় এবারে ভোট আরো কমেছে। গতবার অন্তত ৩২ শতাংশ ভোট পেয়েছিলেন বিরোধী পার্থী গোপাল কৃষ্ণ গান্ধী। কিন্তু এবারে তার চেয়েও কম ভোট পান বিরোধী পার্থী মার্গারেট আলভা।


রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভা পাশে পেয়েছিলেন এনসিপি , আরজেডি , আপ, মীম, ডিএনকে , টিআরএস এবং জেএমএমকে। যদিও তৃণমূল কংগ্রেসের থেকে ভোট পাননি কেউই। তারা বিরত থেকেছেন ভোট দেওয়া থেকে। লোকসভার ২১ টি এবং রাজ্যসভার ১৬ টি সাংসদকে উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো ভূমিকা নিতে দেখা যায়নি।

তবে অধিকারী পরিবারের দুই সদস্য শেষ অব্দি ভোট দিয়েছেন নিষেধ না মেনেও।অতএব, আমাদের দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচিত পার্থী জগদীপ ধনকড়। তিনি একটা বিপুল ভোটে হারিয়েছেন তিনি রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভাকে। আগামী ১১ই আগস্ট বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি পদে শপথ নেবেন।