সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ম’দ নিষিদ্ধ বিহারে বি’ষ’ম’দ পা’ন করে ১১ জনের মৃ’ত্যু, অনেকেই হা’রা’লে’ন দৃষ্টি’শ’ক্তি

বিহারের নিতিশ কুমারের রাজ্যে বন্ধ মদ বিক্রির ব্যবসা। অথচ সেখানেই কিনা বিষ মদে মৃত্যুর মিছিল লেগে গিয়েছে। বিষ মদ খেয়ে এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আশঙ্কা জনক অবস্থায় রয়েছেন 12 জন।

এই ঘটনাতে অনেকের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলেও জানা যাচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানার পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে গত বৃহস্পতিবার বিষ মদ খেয়ে দুই ব্যক্তির মৃত্যুর কথা প্রথমে জানা গিয়েছিল।

ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন অসংখ্য মানুষ। এরপর একটি মেডিকেল টিম ঘটনার সাথে পাঠানো হয় এবং অসুস্থদের সদর হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলার সময় নয় জনের মৃত্যু হয়।

আরো পড়ুন: মহানায়ক খ্যা’ত সোহমের সঙ্গে পার্থর বান্ধবী অর্পিতার রো’মা’ন্সে’র ভিডিও ভাইরাল

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে বিষ মদ খেয়ে মৃত একজনকে প্রশাসন খবর পাওয়ার আগেই দাহ করে ফেলা হয়েছে। এখন হাসপাতালে ১২ জনের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

হিন্দুরীতি অনুসারে শ্রাবণ মাসের নির্দিষ্ট তিথিতে স্থানীয়রা মদ পান করেন। সেই রীতি পালন করতে গিয়ে বিষ মদ পান করেছেন ওই ব্যক্তিরা। ২০১৬ সালের এপ্রিল মাসে রাজ্যের মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করেন নীতিশ কুমার।

যদিও এখন অবশ্য বিহারে অবৈধ মদের কারবার চলছে বলে জানা যাচ্ছে। নভেম্বর থেকে এ পর্যন্ত ৫০ জন ব্যক্তির মৃত্যু হয়েছে বিষ মদ খেয়ে। এই ঘটনার পর বিরোধীরা সরব হয়েছে বিহার সরকারের বিরুদ্ধে।