সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১১ মে-র পর থেকে আ’র এই সুবিধা পা’বে’ন না Android ব্যবহারকারীরা

বড়সড় পরিবর্তন করে থার্ড পার্টি অ্যাপে সমস্ত কল রেকর্ড বন্ধ করে দিচ্ছে Google। পরিবর্তন আসছে Android ফোনে। এবার থেকে আর থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কল রেকর্ড করা সম্ভব হবে না। আগামী 11 তারিখ থেকে থার্ড পার্টি অ্যাপে সমস্ত কল রেকর্ড বন্ধ হয়ে যাবে।

সম্প্রতি একটি ব্লগ পোস্টে Google এর তরফে জানানো হয়েছে, Play Store-এর পলিসিতে তারা ব্যাপক পরিবর্তন করেছে। যার ফলে Play Store-এর আর কোনও থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে কল রেকর্ড করা যাবে না।

কল রেকর্ড করা যাবে একমাত্র Google ডায়ালারে। অর্থাৎ যে ফোনে Google ডায়ালার ব্যবহার করা হয় সেক্ষেত্রে কল রেকর্ডিং অপশন ইনবিল্ড থাকে। এবং সেই রেকর্ডারের মাধ্যমে সমস্ত কল রেকর্ড করা সম্ভব।

আরো পড়ুন: ফের একটি মা’র’ণ ভাইরাসের সামনে দাঁ’ড়ি’য়ে বিশ্ব! পড়তে পারে মা’রা’ত্ম’ক প্র’ভা’ব

এই থার্ড পার্টি অ্যাপগুলি তাদের নিজস্ব সার্ভারে রেকর্ড করা কল স্টোর করে। যার ফলে তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। আর সেকারণে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।