সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের একটি মা’র’ণ ভাইরাসের সামনে দাঁ’ড়ি’য়ে বিশ্ব! পড়তে পারে মা’রা’ত্ম’ক প্র’ভা’ব

বর্তমানে করোনার মাঝেই নতুন করে চিন্তা বাড়িয়ে ইতিমধ্যেই আরও একটি ভাইরাস ক্রমশ প্রভাব বিস্তার শুরু করেছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে যে, এবার ব্রিটেনে Monkeypox Virus-এর নতুন একটি সংক্রমণের খোঁজ পাওয়া গিয়েছে।

মূলত, এই ভাইরাস ইঁদুরের মত প্রাণী থেকে ছড়িয়ে পড়ে। পাশাপাশি, যে ব্যক্তির শরীরে এই ভাইরাসের খোঁজ মিলেছে তিনি সম্প্রতি নাইজেরিয়া থেকে এসেছেন বলে জানা গিয়েছে।

এমতাবস্থায়, সেখান থেকেই এই ভাইরাস বাসা বেঁধেছে ওই ব্যক্তির শরীরে। Monkeypox হল একটি বিরল ভাইরাস। এতে আক্রান্ত ব্যক্তির মধ্যে “ফ্লু”-র লক্ষণ দেখা যায়। এমনকি, কিছুজনের ক্ষেত্রে অবস্থার অবনতি হলে নিউমোনিয়ার উপসর্গও দেখা যায়।

আরো পড়ুন: বেশ কিছু রাজ্যে হিন্দুরা “সংখ্যালঘু” তকমা পে’তে পা’রে! আলোচনায় ব’স’তে চলেছে কেন্দ্র

এছাড়াও, এই ভাইরাসের প্রভাবে সারা শরীর ও মুখে ফুসকুড়ি দেখা দিতে শুরু করে। এই সংক্রমণের খোঁজ পাওয়ার পরই ব্রিটেনের হেলথ প্রোটেকশন এজেন্সি সতর্ক রয়েছে।

ইতিমধ্যেই সংস্থাটি জানিয়েছে যে, Monkeypox একটি বিরল ভাইরাস এবং এটি সহজে ছড়ায় না। সংস্থাটি আরও বলেছে, এই ভাইরাস নিয়ে একটি গবেষণা করা হয়েছে। এর উপসর্গগুলোও সামান্য।

এই ভাইরাসে আক্রান্ত হলেও কয়েক সপ্তাহের মধ্যেই ফের সুস্থ হওয়া সম্ভব। যদিও, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে এটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এদিকে, গত বছরের জুলাই মাসে আমেরিকার টেক্সাসে এক ব্যক্তির এই ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।