সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলায় রোগীর সে’বা করবে রোবট নার্স! কোন নার্সিংহোমে মি’ল’বে পরিষেবা?

বাংলার এক বেসরকারি হাসপাতালে মিলতে চলেছে রোবট নার্সের পরিষেবা। এটি হল উত্তর ২৪ পরগনার মধ‌্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ পূর্ব ভারতের হাসপাতালে এমন নার্স রোবটের ব‌্যবহার এই প্রথম বলেই দাবি করলেন।

বৃহস্পতিবার সকাল দশটায় স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ পূর্ব ভারতে প্রথম রোবট নার্স পরিষেবার উদ্বোধন করবেন। একটি বেসরকারি কলেজের পড়ুয়ারা প্রায় দেড় বছরের চেষ্টায় রোবটটি তৈরি করেছে।

এই নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী ডঃ অঙ্কুশ ঘোষ। অঙ্কুশ জানালেন, রোাবট তৈরিতে খরচ পড়েছে প্রায় আড়াই লক্ষ টাকা। আর পাঁচজন সাধারণ নার্সের মতো প্রায় সব কিছুই করতে পারবে যন্ত্রসেবিকা।

আরো খবর: আজ বৃহস্পতিবার, জানুন কেমন কাটবে দিনটি, জানুন রাশিফল (19.01.2023)

খাওয়াতে পারবে। ওষুধপত্ দিতে পারবে। মাপতে পারবে জ্বরও। শুধু তাই নয়। ৫ ফুট উচ্চতার ওই রোবট কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার করে রোগীর নানা প্রশ্নের জবাবও দিতে পারবে।

সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে রোবট নার্সের মাধ্যমে রোগীর সঙ্গে যোগাযোগ করতে পারবে।