সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন জ’ঙ্গি’র প্রতি এতো সমবেদনা? তথ্যচিত্র বানিয়ে নিজের দেশেই ক্ষো’ভে’র মু’খে BBC

ফের আরেকবার বিবিসির তথ্যচিত্র বিতর্কের মুখে পড়ল। বিবিসির এই তথ্যচিত্রের জন্য ব্রিটেনেই এবার বয়কটের ডাক দেওয়া হল।শামিমা বেগম নামে একজন ২০১৫ সালে আই এসে যোগ দিয়েছিলেন। কিন্তু আবার তিনি সেখান থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।

তার জীবনের এই উঠা নামাকে ৯০ মিনিটে ব্যাখ্যা করেছে একটি তথ্যচিত্রের মাধ্যমে। শামিমার জীবন কম চিত্তাকর্ষক নয়, কারণ তার মার সূত্রে বাংলাদেশের সাথেও তার রয়েছে সম্পর্ক। ২০১৫ সালে তিনি তিন বন্ধুর সাথে সিরিয়া পাড়ি দিয়েছিলেন।

আর সেখানে গিয়েই আইএসএ যোগ দেন তিনি। এমনকি সেখানে এক জঙ্গীর সাথে বিয়েও করেন তিনি। তারপরেই তার নাম হয়ে যায় জেহাদের স্ত্রী। অবশ্য ৩ বছর থাকার পর তার মোহ ভেঙে যায়।

আরো খবর: আপনি কি TET পাশ করেছেন? কোন জেলায় কত নি’য়ো’গ হবে জানেন? শূন্যপদ কত’গু’লো?

তারপরেই তিনি ব্রিটিশ নাগরিকের জন্য আবেদন করেন, কিন্তু তাকে নাগরিকত্ব দেওয়া হয় না, জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে। তবে তিনি এখনও উত্তর সিরিয়ার এক প্রান্ত থেকে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগেও শামিমাকে নিয়ে বিবিসি একটি ধারাবাহিক বানিয়েছিল। আর সেখানেই অভিযোগ ওঠে যে, ধারাবাহিক কে খুবই সহানুভূতির সাথে দেখানো হয়েছে।

শামিমার প্রতি সহানুভূতি দেখাতে নারাজ বিট্রেনের বহু নাগরিক। এমন যদি চলতে থাকে তাহলে তারা বিবিসির সাবস্ক্রাইপশন আর রিনিউ করবেই না। একজন জঙ্গীকে কেন আক্রান্ত হিসেবে দেখানো হচ্ছে?