সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিএসএফ অফিসারের বাড়িতে ১৪ কো’টি ন’গ’দ, মার্সিডিজ গাড়ি! হ’ত’বা’ক পুলিশ

এবার আইপিএস অফিসার পরিচয় দিয়ে দিনের-পর-দিন ব্যবসায়ীদের কাজের বরাত পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায় করার অভিযোগ উঠল এক বিএসএফ আধিকারিকের বিরুদ্ধে। প্রতারণার অভিযোগে যুক্ত ওই ব্যক্তিকে হরিয়ানা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে 14 কোটি টাকা নগদ এবং এক কোটি টাকার সোনার গয়না উদ্ধার করা হয়েছে।

এছাড়াও ওই বিএসএফ আধিকারিকের কাছে ছিল একটি বিএমডব্লিউ, মার্সিডিজসহ সাতটি বিলাসবহুল গাড়ি। অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রবীণ যাদব। গুরুগ্রামের মানেসরে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদর দপ্তরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। তার বিরুদ্ধে 125 কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। ওই ব্যক্তিকে অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তার স্ত্রী মমতা যাদব এবং বোন ঋতুকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ওই ব্যক্তি আইপিএস অফিসার সেজে এনএসজির ক্যাম্পাসে নির্মাণ কাজের বরাত পাইয়ে দেওয়ার নাম করে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার প্রতারণা করেছেন। এনএসজি নামের একটি ভুয়া অ্যাকাউন্টে পাঠানো হতো এই টাকা। এই কাজে তাকে সাহায্য করেছিলেন তার বোন। তিনি একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার।

ঘটনার পর সতর্ক হয়েছে প্রশাসন। অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী এবং বোনকেও। গুরুগ্রাম থানার পুলিশ আধিকারিক প্রীতপাল সিংহ বলেন, শেয়ার বাজারের 60 লক্ষ টাকা লস হয়েছিল প্রবীণের। এরপর থেকেই তিনি সাধারণ মানুষকে ঠকাতে শুরু করেন।