সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’ক্রি শু’রু হলো Moto G62 স্মার্টফোনের, মিলছে অ’বি’শ্বা’স্য ডিসকাউন্ট

গত শুক্রবার ভারতের বাজারে বিক্রি শুরু হল ‘Moto G62’, এই মিডরেঞ্জ স্মার্টফোন। 19 অগাস্ট দুপুর 12টা থেকে এই ফোন বিক্রি শুরু হয়। এই ফোনের পিছনে 3টি ক্যামেরা দিয়েছে Motorola। সঙ্গে রয়েছে LED ফ্ল্যাশলাইট। ফোনে রয়েছে Snapdragon 695 চিপসেট। এই ফোনে থাকবে 5G কানেক্টিভিটি, তার র সঙ্গে 8 GB RAM ও 128 GB স্টোরেজ। চলুন তবে দেখে নেওয়া যাক এই ফোনে আর কী কী ফিচার্স পাওয়া যাচ্ছে।

Moto G62 -র দাম শুরু হচ্ছে 17,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6 GB RAM। 8 GB RAM সহ এই ফোনের দাম 19,999 টাকা। শুক্রবার দুপুর 12টা থেকে Flipkart-এ এই ফোন বিক্রি শুরু হবে। HDFC Bank ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে 1500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

আর যদি আপনি EMI -এর মাধ্যমে HDFC কার্ড ব্যবহার করে এই ফোন কেনেন তাহলে 1750 টাকা ছাড় পাওয়া যাবে। Monthly installment শুরু হচ্ছে মাত্র 624 টাকা থেকে। অন্যদিকে Jio গ্রাহকরা এই ফোন কেনায় পেয়ে যাবেন 5049 টাকার অতিরিক্ত সুবিধা। আর এই ফোন কেনার সময় পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত 17,000 টাকা পর্যন্ত মিলবে বলে খবর।

আরো পড়ুন: বিশ্বউষ্ণায়ন, প্র’চ’ন্ড তাপপ্রবাহে শু’কি’য়ে যা’চ্ছে লন্ডনের বিখ্যাত টেমস নদী

ডুয়াল সিম Moto G62 -তে চলবে Android 12 অপারেটিং সিস্টেম। পাবেন স্টক অ্যানড্রয়েড ব্যবহারের অভিজ্ঞতা। এই ফোনে 6.5 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে দিয়েছে Motorola। এই ডিসপ্লেতে থাকছে 120 Hz রিফ্রেশ রেট। ফোনের ভিতরে থাকছে Snapdragon 695 চিপসেট, সঙ্গে 8 GB RAM।

Moto G62 -র পিছনে ট্রিপল ক্যারার প্রাইমারি ক্যামেরায় রয়েছে 50 MP সেন্সর। PDAF ও কোয়াড পিক্সেল প্রযুক্তি দিয়েছে Motorola। সঙ্গে একটি 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা থাকছে এই ফোনে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে রয়েছে 16 MP ক্যামেরা। সেলফি ক্যামেরাতেও কোয়াড-পিক্সেল প্রযুক্তি ব্যবহার হয়েছে।