সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

RRR রে’ক’র্ড ব্যবসা করলো বাংলা জু’ড়ে, ইতিমধ্যে KGF-2-র বুকিং হাউসফুল

এস এস রাজামৌলি সম্প্রতি মুক্তি পাওয়া ছবি আরআরআর।এই ছবি নিয়ে গত দুই বছর থেকেই মানুষের মনে দারুণ উন্মাদনার সৃষ্টি হয়েছিল, অতি মারির কারণে ছবি মুক্তি অনেকটাই পিছিয়ে গিয়েছিল কিন্তু মানুষের উন্মাদনা তাঁর সাথে সাথে আরও বেশি বৃদ্ধি পেয়েছিল।

এবার সেই প্রমাণ দিল দেশের মানুষ, ইতিমধ্যেই এই মুক্তি পাওয়া ছবি দুই দিনের মধ্যেই ঘরে তুলেছে ১০০ কোটি টাকা। world-wide জুড়ে ছবির আয় ১০০০ কোটি ছুঁয়েছে। দেশের বিভিন্ন অংশে যেমন মানুষের উন্মাদনা রয়েছে, ঠিক কলকাতা তেও একই জোশ দেখা গেছে মানুষের মনে।

টনিক , বাবা বেবি ও ছবি যেখানে মুক্তি পেয়ে লক্ষ্মীলাভ করেছে, সেখানে এই ছবি সবকিছু উল্টে পাল্টে দিয়েছে। এই বিষয় নিয়ে কলকাতার বিশেষ বাণিজ্য বিশ্লেষকরা জানিয়েছে, ইতিমধ্যেই কলকাতায় ১৫ দিনের মধ্যে ১১ কোটি টাকা ছুঁয়েছে আরআরআর। আর কিছুদিনের মধ্যেই সেটা ১৫ কোটিতে পৌঁছাবে।

আরো পড়ুন: ফের শু’রু হ’চ্ছে অমরনাথ যাত্রা, অনলাইনে কো’থা’য় কিভাবে নথিভুক্ত করবেন দেখে নিন

বাহুবলির পর এই ধরনের অর্থলাভ তেমন একটা হয়নি কলকাতায়,মনে করা হচ্ছে বাহুবলী টু কেও পিছনে ফেলে দিতে পারে। পুষ্পা রাজ ও সূর্যবংশীর মতো ছবিকেও পেছনে ফেলে দিয়েছে রাজামৌলির এই সৃষ্টি। এখন প্রশ্ন উঠতে পারে কেন আরআরআর ছবি ছাপিয়ে যাবে সবাইকে? আসলে এখন মানুষ দক্ষিণী ছবি প্রতি বেশি ঝুঁকছে।

তাছাড়া একটি প্রধান কারণ এটি রাজামৌলির ছবি। এর আগে তিনি প্রমাণ করেছেন বাহুবলীর মতো সিনেমা করে। তাছাড়া এনটিআর ও রামচরণ সারাদেশেই পরিচিত। তাছাড়া এই ছবিটা রয়েছে অজয় দেবগন ও আলিয়া ভাট, সব মিলিয়ে ইতিবাচক দিক রয়েছে ছবিটির। তাছাড়া অনেক মানুষ গত দুই বছর থেকে সিনেমা হলে গিয়ে ভালো কোনো সিনেমা দেখেনি, যা এতে গিয়ে মজা পেয়েছে।