সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের শু’রু হ’চ্ছে অমরনাথ যাত্রা, অনলাইনে কো’থা’য় কিভাবে নথিভুক্ত করবেন দেখে নিন

অমরনাথ যাত্রা এবার শুরু হচ্ছে আগামী ৩০ জুন থেকে, অমরনাথের এই বার্ষিক তীর্থযাত্রা যার অপেক্ষায় থাকে বহু মানুষ। কাশ্মীরের অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে পাড়ি দেয় হাজার হাজার মানুষ।

অতি মারির কারণে গত দুই বছর থেকে এই যাত্রা একেবারেই বন্ধ রাখা হয়েছিল, কিন্তু পরিস্থিতি এখন কিছুটা হলেও স্বাভাবিক। তাই আবার চালু করা হচ্ছে অমরনাথ যাত্রা, তবে ১১ এপ্রিল থেকে শুরু হবে রেজিস্ট্রেশন।

যে সমস্ত যাত্রীরা অমরনাথ যাত্রা যেতে ইচ্ছুক তারা ১১ এপ্রিল থেকে রেজিস্ট্রেশন করতে পারবে। বর্তমান রেজিস্ট্রেশন ও দু’বছর পরে অমরনাথ যাত্রা নিয়ে কিছু কথা বলেছেন শ্রী অমরনাথজি মন্দির বোর্ডের সিইও নীতিশ্বর কুমার।

আরো পড়ুন: বি’চ্ছে’দে’র পরেও অটুট রিস্তা, বর্তমান সঙ্গীর স’ঙ্গে একই পার্টিতে হৃতিক-সুজান

তিনি জানিয়েছেন, এবছর ৩০ জুন থেকে ১১ আগষ্ট পর্যন্ত যাত্রা চলবে। তাছাড়া যে সমস্ত মানুষ অমরনাথ যাত্রায় যেতে ইচ্ছুক, তারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন। তাছাড়া অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিংবা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন সহজেই।

তিনি আরো বলেছেন, এবারের অনুমান মোট ৩ লক্ষ মানুষ তীর্থযাত্রা রেজিস্ট্রেশন করবে বলে মনে হয়। তাই আগের থেকেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তাছাড়া , জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, পিএনবি ব্যাঙ্কের ৪৪৬ টি শাখায় এবং সারা দেশে SBI ব্যাঙ্কের ১০০ টি শাখায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই রামবনে একটি যাত্রীনিবাস তৈরি করা হয়েছে, যেখানে সহজেই মানুষ ৩০০০ যাত্রী থাকতে পারবেন।