সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চ্যালেঞ্জিং! মায়ের গ’র্ভে থাকা ভ্রু’ণে’র হার্ট অপারেশন হ’লো দিল্লি AIIMS-এ

গত ২০ বছরে আমূল পরিবর্তন ঘটেছে চিকিৎসা ব্যবস্থা।বিভিন্ন ভ্যাকসিন,ওষুধ, চিকিৎসার মেসিন সহ আবিষ্কৃত হয়েছে জীবনদায়ী অসংখ্য চিকিৎসা পদ্ধতি। ফলে মৃত্যুর হার কমেছে অনেকটাই। ব্যতিক্রম নয় গ’র্ভ’ব’তী মহিলা ও নবাগত শিশুদের ক্ষেত্রেও। তাদেরও মৃত্যু হার কমেছে অনেকটাই।

চিকিৎসকদের স্থান ঈশ্বরের পড়েই।একথা আবারও প্রমাণ করলেন দিল্লির এইমসে হাসপাতালে চিকিৎসকেরা । শল্য চিকিৎসার জন্ম এই ভারতেই। ভারতীয় চিকিৎসা বিজ্ঞানে নতুন একটি মাইলস্টোন যোগ হলো। মাতৃ’গ’র্ভে বেড়ে উঠা একটি আঙ্গুরের আকারের ভ্রূণের হার্ট অপারেশন করে দিল্লির এইমসের চিকিৎসকেরা সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছেন।

গোটা অপারেশনটি শেষ হয় মাত্র দেড় মিনিটের মধ্যে। বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন গ’র্ভ’ব’তী ওই মহিলা ও তার গ’র্ভে’র শিশুটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনার পর চিকিৎসকদের কুর্ণিশ জানিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন ” চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম এবং উদ্ভাবনী শক্তি দেশেকে গর্বিত করেছে।

আরো খবর: দীঘায় আবহাওয়ার বি’রা’ট পরিবর্তন, সমুদ্র উত্তাল, ব’ই’ছে ঝো’ড়ো হাওয়া

ভারতীয় চিকিৎসকরা এখন সারা বিশ্বকে চিকিৎসা বিজ্ঞানের পথ দেখাচ্ছেন।”প্রসঙ্গত, ভারতই সারা বিশ্বে সবথেকে বেশি করোনা ভ্যাকসিন রপ্তানি করেছিল। অপারেশনটি সাফল্য পাবার ফলেই ভ্রুণটি নতুন জীবন পেল।

সূত্রে খবর, অতীতে বিভিন্ন কারণে তিনবার গ’র্ভ’পা’ত হয়েছিল ২৮ বয়সী এই অন্তঃসত্ত্বা মহিলার। ‘ মা ‘ হবার প্রতি পদে বাঁধা সম্মুখীন হচ্ছিলেন তিনি। দিল্লির এইমসের প্রসূতি ও গাইনোকোলজি বিভাগের ডাক্তার ও ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টদের চিকিৎসকদের একটি দল ভ্রুণের হার্টের ভালভের সফলভাবে অপারেশনটি করেন।

এরপর তারা জানিয়েছে যে, ভ্রূণের হৃদপিণ্ডে একটি সুই ঢুকিয়ে অপারেশনটি করা হয়েছিল। বেলুন ক্যাথেটার ব্যবহার করে হৃৎপিণ্ডের বাঁধা পাওয়া ভালভটি খুলে দেওয়া হয়।