সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আকাশ জু’ড়ে মেঘ করেছে, সারাদিনের বৃষ্টিতে ভা’স’বে গো’টা বাংলা

আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবর দিল। বর্ষার প্রথম থেকেই বৃষ্টির ঘাটতি ছিল দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস দিল। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে রবিবার রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে।

ঘূর্ণাবর্তের জেরে হাওয়া বদলের ফলে কিছুটা হলেও দক্ষিণবঙ্গে বর্ষার ঘাটতি মিটবে বলেই অনুমান করছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন: মাসের প্রথম দিনেই দা’ম ক’ম’লো গ্যাস সিলিন্ডারের, জেনে নিন নতুন দা’ম

পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ২ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ,আলিপুরদুয়ার, কোচবিহার ও ও উত্তর দিনাজপুরে ভার বৃষ্টি হতে পারে।

দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

এদিন পূর্বাভাসে আরও বলা হয়েছে, সোমবার সকালের মধ্যে বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ২ অগাস্ট মঙ্গলবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।