সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সারোগেট মায়েদের জন্য সরকারের ব’ড়ো ঘো’ষ’ণা, আবশ্যিক হ’লো স্বাস্থ্য বীমা

সারোগেসি পদ্ধতি যেখানে একজন নিঃসন্তান দম্পতি অন্য একজন নারীর গর্ভকে কেন্দ্র করে বাবা মা হন। এবার এই ধরনের মায়েদের জন্য এই জারি করা হয়েছে স্বাস্থ্য বীমা কভারেজ। যে সমস্ত দম্পতিরা সারোগেট মায়ের পদ্ধতিতে বাবা মা হতে চান তাহলে তাদেরকে অবশ্যই করাতে হবে একটি সাধারণ স্বাস্থ্য বীমা কভারেজ।

সারোগেট মাদারের প্রসবকালে যাতে সঠিকভাবে চিকিৎসা হয় তার কারণেই এই বীমার নিয়ম চালু করা হয়েছে। ২১ শে জুন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকের ঘোষণা অনুসারে জানানো হয়েছে একজন সারোগেট মায়ের ওপর তিনবারের বেশি সারোগেসি পদ্ধতি অবলম্বন করা সঠিক নয়।

১৯৭১ সালে সারোগেসি প্রক্রিয়া চলার সময় মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্সি অনুযায়ী বলা হয়েছে সারোগেট মাকে যেকোনো মুহূর্তে গর্ভপাতের অনুমতি দেওয়া যাবে। এই আইনটি কার্যকরী হয়েছিল ২০২১ সালের ২৫ শে জানুয়ারি।

আরো পড়ুন: ম’দ্য’পা’ন করার পর কেমন হ’য়ে থাকে মানুষের চোখ-মুখ?

নিয়মগুলিতে উল্লেখ করা হয়েছে এ রেজিস্টার সারোগেসি ক্লিনিকে যে সমস্ত ব্যক্তিরা নিযুক্ত থাকবেন তাদের প্রয়োজনীয়তা এবং যোগ্যতা অনুযায়ী রাখা হবে এবং তার জন্য ক্লিনিকের রেজিস্ট্রেশন এর ফর্ম ফিলাপ করতে হবে এবং সেখানেও মূল্য উল্লেখ করা থাকবে। ওই ফর্মে লেখা থাকবে সারোগেট মায়ের সম্মতির বিশদ বিবরণ।

যারা সারোগেট মাদারের মাধ্যমে মা বাবা হতে চান সেই সমস্ত দম্পতিরা সারগেট মায়েদের জন্য করবেন একটি সাধারণ স্বাস্থ্য বীমা কভারেজ ৩৬ মাসের জন্য। এবং বীমা করতে হবে বীমা কোম্পানি বা বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে প্রতিষ্ঠিত কোন এজেন্টের কাছ থেকে।

যারা এই সারোগেট মাধ্যমে বাবা মা হতে চান তাদের অবশ্যই সারোগেসি প্রক্রিয়া চলাকালীন সেই সারোগেট মাদার এর সমস্ত চিকিৎসা সংক্রান্ত খরচ এছাড়া যদি সারোগেট মায়ের মৃত্যু হয় সমস্ত কিছু মিলিয়ে একটি ক্ষতিপূরণের গ্যারান্টি দিয়ে আদালতের হলফনামা জমা দিতে হবে।