সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ম’দ্য’পা’ন করার পর কেমন হ’য়ে থাকে মানুষের চোখ-মুখ?

বন্ধুদের সঙ্গে পার্টি এবং হৈ-হুল্লোড় করতে কার না ভালো লাগে। আমরা সকলেই কোন না কোন সময় এই সময়টা ভীষণভাবে এনজয় করেছি। কিন্তু বন্ধুদের সঙ্গে পার্টি করার সময় অনেকের হুশ থাকে না। মদ্যপান এতটাই বেশি হয়ে যায় যে মাঝে মাঝে বন্ধুদের বোতল থেকে অ্যালকোহল খেয়ে নেন অন্যান্য বন্ধুরা।

হুট করে শরীরে এতটাই অ্যালকোহলের মাত্রা বেড়ে যায় যে কার কখন কিভাবে ছবি উঠে যাচ্ছে বা কে কিভাবে কোন অবস্থায় থাকছেন তার কোন খেয়াল থাকে না। মাতৃত্বের তো মদ পান করার পর ছবি নিয়ে আর কোন চিন্তাভাবনা করার কথা মাথায় থাকে না।

নিজের উপর এতটাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সকলে যে কি করছেন তিনি এবং তাদের সামনে করছেন সেটাও ভুলে যান তারা। অতিরিক্ত মদ্যপান করার পর হঠাৎ করে শরীর ভীষণ ভাবে খারাপ হতে শুরু করে দেয়।

আরো পড়ুন: ঘুমন্ত মানুষের মুখের উপর এক ধরনের পোকা ‘স’ঙ্গ’ম’ করে! জা’না আছে কি?

এই সময় কাছের বন্ধুদের সঙ্গে এমন কিছু কথা বাত্রা মানুষ শেয়ার করে ফেলে অথবা এমন কিছু কাজ করে ফেলে যা পরবর্তীকালে অস্বস্তিতে ফেলে দেয় সেই ব্যক্তি কে।

অনেকে আবার মদ্যপান করার পর চোখে কম দেখতে শুরু করে দেন। তাই বারবার সাবধান করা হয় মদ্যপান করা ভালো নয় তো বটেই কিন্তু মদ্যপান করলেও সেটি খুব সাবধানে এবং মাত্রা বুঝে করা উচিত।