সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সে’ল’ফি তু’লে’ই কো’টি’প’তি হলেন এই যু’ব’ক

সেলফি তুলেই কোটিপতি হলেন এই যুবক

জীবিকা উপার্জনের জন্য অনেকে অনেক ধরনের পেশা নিয়ে থাকেন। আধুনিক স্মার্টফোনের যুগে সাধারণের কাছে উপার্জনের নিত্য নতুন রাস্তা খুলে গিয়েছে। বর্তমানে সেলফি তোলার প্রতি কম বেশী সকলেরই আগ্রহ আছে। মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই সেলফিতে আসক্ত। এবার সেলফি তুলেই কোটিপতি হলেন মালয়েশিয়ার এক যুবক। সেলফি তোলাই হলো তার পেশা।

মালয়েশিয়ার সেমারাং সেন্ট্রাল জাভার বাসিন্দা 22 বছর বয়সী ওই যুবক সেলফি তুলে ভাইরাল হয়েছেন। তিনি বিগত পাঁচ বছর ধরে প্রতিদিন একটি করে সেলফি তুলেছেন। এর জন্য তাকে ভিডিও করতে হয়েছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনি সেলফি তুলতেন। তবে তিনি কখনও ভাবতে পারেননি তার এই শখ তাকে কোটিপতি বানিয়ে দিতে পারে। পাঁচ বছর পর তার লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি তার সেলফি এনএফটিতে রূপান্তরিত করেছেন। যা থেকে তিনি এখন কোটি টাকা উপার্জন করছেন। 2017 থেকে 2021 সাল পর্যন্ত তিনি কম্পিউটারের সামনে বসে প্রতিদিন নিজের ছবি তুলেছেন। তারপর তিনি সেই ছবিগুলিকে নন ফাঞ্জিবল টোকেনে রূপান্তরিত করেন। এটি হলো একটি অনলাইন মুদ্রা। মানুষ এখন তার এনএফটি কিনে নিজের কাছে জমা করছেন। তা থেকে কোটিপতি হয়ে যাচ্ছেন তিনি।

চলতি বছরের 9 জানুয়ারি থেকে তিনি সেলফি বিক্রি করতে শুরু করেন। মাত্র পাঁচ দিনের মধ্যে তিনি কোটিপতি হয়ে গিয়েছেন। আসলে ভিডিও করার জন্য বিগত পাঁচ বছর ধরে তিনি নিজের সেলফি তুলে ছিলেন। তা থেকে এখন কোটিপতি হয়ে গেলেন ওই ব্যক্তি।