সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নেতাজির মূর্তি স্থা’পি’ত নিয়ে খুশি, ত’বে মূল্যবোধ পুনরুজ্জীবিত ক’রা গুরুত্বপূর্ণ: অনিতা বসু পাফ

কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছিলেন, ইন্ডিয়া গেটে বসছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি। তিনি লেখেন, “এমন সময়ে যখন সমগ্র দেশ নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করছে, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গ্রানাইট দিয়ে তৈরি তাঁর বিশাল মূর্তি ইন্ডিয়া গেটে স্থাপিত হবে।

ভারত যে তাঁর প্রতি ঋণী, এটাই তারই প্রতীক হবে।” নেতাজির মেয়ে অনিতা বসু পাফ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন। তিনি বলেন, নেতাজি ভারতীয় জনগণের হৃদয়ে বেঁচে ছিলেন, বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন।

সংবাদসংস্থা এএনআইকে অনিতা বলেন, “দিল্লিতে নেতাজির মূর্তি এমন একটি বিশিষ্ট স্থানে স্থাপন করা হবে বলে খুব খুশি। আরও আগে এমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারত। কিন্তু কখনও না হওয়ার চেয়ে দেরিতে হওয়াই ভাল। এটা তৃপ্তিদায়ক যে অনেক তরুণ এখনও জানে যে তিনি কে এবং অথচ তাঁকে সম্মান করে। একজন ব্যক্তির প্রতি মহান শ্রদ্ধা, যিনি তাঁর দেশের মঙ্গলের জন্য এত কষ্ট করেছেন।”

নেতাজি কন্যা জানান, নেতাজির মূর্তি স্থাপন করে তাঁকে সম্মান জানানো খুবই লক্ষণীয়। তবে আমি যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ মনে করব তা হল আজকের জীবন ও রাজনীতিতে নেতাজির মূল্যবোধ ও ধারণার পুনরুজ্জীবন এবং শক্তিশালী করা। শুধুমাত্র রাজনীতিবিদদের মধ্যে নয়, প্রতিটি পুরুষ ও মহিলার মধ্যে।