সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুয়ারে সরকারে ৪ টি নতুন প্র’ক’ল্পে’র আবেদন করার সু’যো’গ, জানুন বি’শ’দে

শনিবার থেকে ফের একবার, ষষ্ঠবারের মত শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। সূত্রে খবর, এবার মোট ৩১ টি প্রকল্পের পরিষেবা পাবেন সাধারণ মানুষ।এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, লক্ষীর ভাণ্ডারের, কন্যাশ্রী, রূপশ্রীর মতো জনপ্রিয় প্রকল্পগুলি এবং কিছু নতুন প্রকল্পও।

দুয়ারে সরকার হলো গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা ওয়ার্ড স্তরে আয়োজিত আউটরিচ ক্যাম্প। এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় রাজ্য সরকারের সুনির্দিষ্ট স্কিম পৌঁছে যায়।সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন সুবিধা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটি চালু করেছিল।

কখনও কখনও যোগ্য ব্যাক্তিরা সচেতনতার অভাবে স্কিমগুলির সুবিধা পেতে সক্ষম হয় না,সরকারি দফতরের দুয়ারে দুয়ারে ঘুরে নাকানি চুবানি খেতে হয়।

আরো খবর: হাওড়ায় বহু ট্রেন বা’তি’ল নতুন করে, একটানা ১৫ দিনের ভো’গা’ন্তি

অনেকসময় অনলাইন আবেদনের সুবিধাও পাওয়া যায় না। এই পরিস্থিতি থেকে জনগণকে রক্ষার্থে পশ্চিমবঙ্গ সরকার প্রথমবার ১ ডিসেম্বর, ২০২০ সালে দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছিল।সম্প্রতি, ডিজিট্যাল ইন্ডিয়া ২০২২ প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছ এই প্রকল্প।

প্রথম দফায় ১ এপ্রিল থেকে আবেদনকারীদের থেকে নেওয়া হবে আবেদনপত্র, দ্বিতীয় দফায় ১১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত চলবে শংসাপত্র দেওয়া এবং সংশোধনের কাজ।এর মধ্যে রবিবার ও ছুটির দিনগুলিতে কোন কাজ চলবে না। বিরোধীদের মতে জনগণের ভোট নিজেদের দিকে টানতেই, শাসক দলের এই উদ্যোগ।

নবান্ন সূত্রে খবর,এবার থেকে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করা যাবে বিধবা ভাতা, মেধাশ্রী, ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণপ্রদান এবং মাইক্রো ইরিগেশন স্কিম,এই ৪ টি প্রকল্পতেও। ফলে লাভবান হবেন সাধারণ মানুষ।